প্রতিবেদন Photos সাধ্যের দামে পাঁচতারা হোটেলের মতো কলকাতা মেডিক্যাল কলেজের কেবিন IE Bangla Web Desk 14 Nov 2019 20:41 IST Follow Us New Update নামীদামি বেসরকারি হাসপাতালের আদলে কলকাতা মেডিক্যাল কলেজে তৈরি হয়েছে পেয়িং কেবিন।বিলাসবহুল সুযোগ সুবিধা মিলবে এখানে। রয়েছে ভিআইপির জন্য বরাদ্দ কেবিন। এবছর ডাক্তার দিবস অর্থাৎ ১ জুলাই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের মতো রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে পেয়িং কেবিন চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামীদামি বেসরকারি হাসপাতালের আদলে কলকাতা মেডিক্যাল কলেজে তৈরি হয়েছে পেয়িং কেবিন।বিলাসবহুল সুযোগ সুবিধা মিলবে এখানে। রয়েছে ভিআইপির জন্য বরাদ্দ কেবিন। এবছর ডাক্তার দিবস অর্থাৎ ১ জুলাই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের মতো রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে পেয়িং কেবিন চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ঝাঁ চকচকে বাথরুম, সঙ্গে হোটেলের মত ব্যবস্থপনা। বেসরকারি হাসপাতালের তুলনায় খরচ অনেকাংশে কম হবে এখানে। বেড ভাড়া দিন পিছু ২,৫০০ টাকা। এছাড়া রয়েছে টেলিভিশন। আকর্ষণীয় বিষয়, বেডের পাশে জানালা দিয়ে গোটা শহরের সুন্দর দৃশ্য দেখতে পারবেন রোগী।মেডিক্যাল কলেজের সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “মুমূর্ষু রোগী, অন্তঃসত্ত্বা মা, এবং শিশুরা পেয়িং কেবিনে ভর্তি হতে পারবেন না। এছাড়া অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে, যেমন হৃদরোগ, কিডনির সমস্যা সহ অন্যান্য বিভাগের রোগীদের রাখা হবে এখানে। এই দুটো তলায় আটজন ডাক্তারকে রাখার কথা ভাবা হয়েছে।”প্রথম ডেঙ্গু রোগীকে পেয়িং কেবিন সিফট করা হয়েছে। কেবিনের সঙ্গে রয়েছে বারান্দাও। ২৪ ঘণ্টা সেখানে ডাক্তার ও নার্সের নজরে থাকবেন আপনি। বেসরকারি হাসপাতালের মতো সুইচ টিপলে বেডের কাছে হাজির হবেন নার্স, প্রয়োজনে ডাক্তারও।১৩ টি কেবিনের মধ্যে একটি ভিআইপি দের জন্য। ডাক্তার রেফার করলে এখানে বেড পাওয়া যাবে। বেসরকারি হাসপাতালের মতো পরিকাঠামো তৈরি করা হচ্ছে ওপিডি কমপ্লেক্সের আট এবং নয় তলায়। পালস অক্সিমিটার, ফাউলার্স বেড, কালার টিভি, ফ্রিজ সমেত নানান কেবিন অন্তর্বর্তী পরিষেবা। calcutta medical college Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন Advertisment পরবর্তী প্রবন্ধ পড়ুন