New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/corona-virus-feature-1.jpg)
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই মূহুর্তে ২৮। মঙ্গলবার তাঁদের পরীক্ষা করে দেখা গিয়েছে, রিপোর্ট পজেটিভ। কোনও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পর আপনার চোখ, মুখ বা নাকের মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে। সুতরাং আপনি যদি কাউকে দেখেন কাঁশতে, বা তার সর্দি হয়েছে তাঁর থেকে প্রায় ২ মিটার দূরত্ব বজায় রাখুন। যাঁকে কাশতে দেখলেন তাঁকে মাস্ক দিতে পারেন। আপনি নিজেও মাস্ক ব্যবহার করতে পারেন। ভির এড়িয়ে চলা ভালো। কারণ আপনি জানেন না, যে এত লোকের মাঝে কে করোনা ভাইরাসে আক্রান্ত । অনেক সময় সংক্রমণ হলে তার বাহ্যিক কোনো লক্ষণ চোখে পরে না। কোনো কিছু জিনিস স্পর্শ করা আগে খেয়াল রাখবেন। সংক্রমিত কোনো জিনিস স্পর্শ করার পর যদি মুখে হাত দেন বা চোখে হাত দেন, সেক্ষেত্রেও আক্রান্ত হতে পারেন আপনি। কোনো জিনিসে এই ভাইরাস ২৪ ঘণ্টা সক্রিয় থাকে। পরিস্কার পরিচ্ছন্ন থাকাই এক্ষেত্রে যথাযথ। প্রাথমিকভাবে যে পাঁচটি আগাম সতর্কতা অবলম্বন করবেন...জেনে নিন ক) কিছু জিনিস ধরার পর, মুখে হাত দেবেন না। হাত সব সময় ধুয়ে ফেলুন। খ) হাতের পিছনের অংশ, নখের ভিতর সর্বত্র ভালো ভাবে পরিষ্কার রাখুন। গ) মাস্ক কোথাও পরে গেলে সেটি না ধুয়ে ব্যবহার করবেন না। ঘ) বাসন, তোয়ালে , খাবার, চামচ প্রভৃতি অন্যের ব্যবহার করা জিনিস না ব্যবহার করা উচিত। লোক সমাজে যাওয়ার আগে, ও খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুঁয়ে নিন।