Advertisment

বৃষ্টির কারণে বাজি বাজারে ভাঁটা, আজ কি ফিরবে ভাগ্য?

আজ বাদে কাল কালীপুজো। কিন্তু আকাশের যা অবস্থা তাতে মন খারাপ বাজি ব্যবসায়ীদের। বঙ্গোপসাগরের নিম্নচাপের দরুন বুধবার থেকে ক্রমশ ভিজে চলেছে মহানগরী ও তার পার্শ্ববর্তী এলাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
happy diwali 2019

আজ বাদে কাল কালীপুজো। কিন্তু আকাশের যা অবস্থা তাতে মন খারাপ বাজি ব্যবসায়ীদের। বঙ্গোপসাগরের নিম্নচাপের দরুন বুধবার থেকে ক্রমশ ভিজে চলেছে মহানগরী ও তার পার্শ্ববর্তী এলাকা। কালীপুজোর আগেই বৃষ্টির এই চোখরাঙানিতে চিন্তিত হয়ে পড়েছেন পুজো উদ্যোক্তা এবং বাজি বিক্রেতারা। মাথায় হাত লাইট ব্যবসায়ীদেরও। ছবি: শশী ঘোষ

weather Firecracker Diwali Weather Report
Advertisment