ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম।ভারতের অনেক রেলস্টেশন সুন্দর, কিন্তু এমন কিছু স্টেশন আছে যা জানলে অবাক হবেন। আপনি কি জানেন যে ভারতে খুব ছোট নামের একটি রেলওয়ে স্টেশন আছে? দেশের সবচেয়ে ছোট রেলস্টেশনের কথা বলতে গেলে নামটি মাত্র দুই অক্ষর লম্বা।আপনিও যদি এই স্টেশন সম্পর্কে জানতে চান, তাহলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এর সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য।মাত্র দুটি অক্ষর দিয়ে তৈরি এই রেলওয়ে স্টেশনের নাম আইবি।এটি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের একমাত্র স্টেশন, যার এত ছোট নাম রয়েছে। Ib (IB) হল ভারতের ওড়িশা রাজ্যের একটি রেলওয়ে স্টেশন।জানা যায়, এই জনপ্রিয় স্টেশনটির নাম এসেছে মহানদীর উপনদী 'ইব' নদী থেকে। (ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস)