New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/feature-1.jpg)
বিদায় জেটলি... ফিরে দেখা কিছু ছবি
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। শারীরিক অসুস্থতার কারণেই এবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। এমনকী মন্ত্রিত্ব থেকেও অব্যাহতি নেন তিনি। ১৯৫২ সালের ডিসেম্বরে দিল্লিতে জন্মান অরুণ জেটলি। দিল্লিরই সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন জেটলি। এরপর শ্রীরাম কলেজে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনও পাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরবর্তীকালে দুঁদে আইনজীবী হিসাবে জেটলিকে চেনে সমগ্র দেশ। অরুণ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই জেটলি বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য হন। পরবর্তীকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ইউনিয়নের সভাপতিও হন তিনি। ১৯৯১ সালে বিজেপির জাতীয় কার্য নির্বাহী সদস্য হন জেটলি এবং পরে ১৯৯৯ সালে দলের মুখপাত্র হন তিনি। জরুরি অবস্থার সময় অরুণ জেটলিকে দমন মূলক আটকও করা হয়েছিল। ২০০০ সালে গুজরাট থেকে প্রথমবারের মতো রাজ্যসভার সদস্য হন অরুণ জেটলি। পরে তিনি প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার বিভাগ এবং আইন, বিচার বিষয়ক মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন। প্রথম মোদী সরকারে জিএসটি ও নোট বাতিলের মতো সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে তৎকালীন অর্থমন্ত্রী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেটলি। বিসিসিআই-এর উত্তর অঞ্চলের (নর্থ জোন) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন ক্রিকেট প্রশাসকের দায়িত্ব পালন করেছেন অরুণ জেটলি। শ্বাসকষ্টজনিত কারণে দিল্লির এইমসে ভর্তি হলে পরবর্তীতে তাঁকে এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে স্থানান্তরিত করে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। তবে ২৪ অগাস্ট, শনিবার চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে বিদায় নিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী অরুণ জেটলি। জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "এক মহামূল্যবান বন্ধুকে হারালাম...তাঁকে দীর্ঘ ক'য়েক দশক ধরে চিনতাম"। দলমত নির্বিশেষে একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীরা এদিন গভীর শোক প্রকাশ করছেন এই বিশিষ্ট নেতার প্রয়াণের খবরে।