
শুক্রবার ছিল দেশের প্রধান বিচারপতি পদে নিজের কর্মজীবনের শেষ দিন। বিদায়বেলাটিকেও স্মরণীয় করে রাখতে চিরকালীন প্রথা ভাঙলেন দেশের ৪৬তম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কোনও প্রথাগত বক্তৃতা নেই, নেই বর্ণাঢ্য অনুষ্ঠান। তাঁর দুই উত্তরসূরি বিচারপতি বোবদে এবং বিচারপতি এন ভি রামানাকে পাশে বসিয়েই বিদায় সম্বর্ধনা গ্রহণ করলেন বিচারপতি রঞ্জন গগৈ। এক্সপ্রেস ফোটো- নীরজ প্রিয়দর্শী

কর্মজীবনের শেষ লগ্নে জীবনসঙ্গিনী রূপাঞ্জলি গগৈকে সঙ্গে নিয়েই বিদায়ী সম্বর্ধনা নিলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এক্সপ্রেস ফোটো- নীরজ প্রিয়দর্শী

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বিদায়ী অনুষ্ঠানের মধ্যে দিয়েই কর্মজীবনের শেষ দিন উদযাপন করলেন। অবসর নেওয়ার আগে আরটিআই, অযোধ্যা, রাফাল, শবরীমালার মতো গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন রঞ্জন গগৈ। এক্সপ্রেস ফোটো- নীরজ প্রিয়দর্শী

প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়েছিলেন গগৈ। আজ প্রধান বিচারপতির চেয়ারে শেষ বার বসার পরেও রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এক্সপ্রেস ফোটো- নীরজ প্রিয়দর্শী

রাজঘাটে এসে গান্ধীজিকে স্মরণ করে রঞ্জন গগৈ লেখেন, "বাপুজীর কাছে আমি এসেছি তাঁর আশীর্বাদ প্রার্থনা করতে এবং তাঁর প্রতি আমার শ্রদ্ধাজ্ঞাপন করতে।" এক্সপ্রেস ফোটো- নীরজ প্রিয়দর্শী