-
প্রথমবারের জন্য ভারত সফরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প। সেজে উঠেছে আহমেদাবাদ। এক্সপ্রেস ফোটো- জাভেদ রাজা
-
ইতিমধ্যেই আহমেদাবাদে পা রেখেছেন ট্রাম্প এবং ফার্স্ট লেডি। সর্দার বল্লবভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য তৈরি আহমেদাবাদ। প্রেসিডেন্ট এবং মার্কিন ফার্স্ট লেডি এরপর সবরমতী গান্ধী আশ্রমে যাবেন। এক্সপ্রেস ফোটো- রানা সিমরণজিৎ সিং
-
ডোনাল্ড ট্রাম্পের আগমনে সেজে উঠেছে মোতেরা স্টেডিয়াম। এক্সপ্রেস ফোটো- শুভজিৎ রায়
-
ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পরবর্তীতে মহাত্মা গান্ধীর সমাধি রাজঘাটেও যাবেন ট্রাম্প। এক্সপ্রেস ফোটো- জাভেদ রাজা
-
সোমবার বেলা একটায় মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠান থেকে কী বার্তা দেন মোদী এবং ট্রাম্প, সেদিকেই তাকিয়ে মার্কিন ও ভারত মুলুক। এক্সপ্রেস ফোটো- জাভেদ রাজা
-
ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে সেজে উঠেছে সবরমতী আশ্রম। এক্সপ্রেস ফোটো- জাভেদ রাজা
-
সোমবার আগ্রার তাজমহল দর্শনেও যাবেন ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প। এক্সপ্রেস ফোটো- প্রবীণ খান্না
