New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/20200106205243_1Q2A1484-01.jpeg)
‘হাল্লাবোল হাল্লাবোল’, ‘হাম ছিন কে লেঙ্গে আজাদি’, স্লোগানে গর্জে উঠল যাদবপুরের পড়ুয়ারা। ছবি: পার্থ পাল
“তোমার বুকে নাথুরাম, আমার বুকে ক্ষুদিরাম”, দৃপ্ত মিছিলে এই স্লোগানই, তুললেন যাদবপুরের ছাত্র ছাত্রীরা। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) রবিবার রাতে পড়ুয়া ও শিক্ষিকদের উপর হামলার ঘটনার নিন্দায় সরব গোটা দেশ। পথে নামল প্রতিবাদের শহর কলকাতাও। জেএনইউয়ের পাশে দাঁড়াতে সোমবার মহানগরের রাস্তায় মিছিলে শামিল যাদবপুর-প্রেসিডেন্সির ছাত্ররা। এদিন দফায় দফায় মিছিল করছে যাদবপুরের পড়ুয়ারা। ছবি: পার্থ পাল যাদবপুরে পড়ুয়াদের মিছিলে এদিন অংশগ্রহণ করেন পরিচালক অনীক দত্ত, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও জেএনইউর ছাত্রী কৃতি। ছবি: পার্থ পাল যাদবপুরের সুলেখা মোড়ে ধুন্ধুমারকাণ্ড। জেএনইউকাণ্ডের প্রতিবাদে মিছিলে শামিল হন পড়ুয়ারা। অন্যদিকে, আরেকটি মিছিল করে বিজেপি। বিজেপি ও পড়ুয়াদের মিছিল মুখোমুখি হতেই তা আটকে দেয় পুলিশ। ছবি: পার্থ পাল ‘হাল্লাবোল হাল্লাবোল’, ‘হাম ছিন কে লেঙ্গে আজাদি’, স্লোগানে গর্জে উঠল যাদবপুরের পড়ুয়ারা। ছবি: পার্থ পাল একটা মিছিল শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যেই, ফের আরও একটি পড়ুয়াদের মিছিলে শামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই মিছিল যাদবপুর ক্যাম্পাস থেকে বাঘাযতীন ঘুরে বিশ্ববিদ্যালয় পৌঁছবে। শৃঙ্খলা বজায় থাকতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। ছবি: পার্থ পাল ছবি: পার্থ পাল ছবি: পার্থ পাল ছবি: পার্থ পাল ছবি: পার্থ পাল যাদবপুরের সুলেখা মোড়ে একদিকে মিছিলে পড়ুয়ারা, অন্য মিছিলে বিজেপি। জেএনইউকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন পড়ুয়ারা। বিজেপি ও পড়ুয়াদের মিছিল আটকেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে, মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। ছবি: পার্থ পাল জেএনইউকাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ বাসু ছবি: শশী ঘোষ ছবি: শশী ঘোষ ছবি: শশী ঘোষ বিজেপি পার্টি অফিসের পিছনে পিসি সরকার স্ট্রিটে পড়ুয়াদের মিছিলে উত্তেজনা। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। ওই এলাকায় পড়ুয়াদের মিছিল আটকাল পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভরত পড়ুয়াদের একাংশের। ছবি: শশী ঘোষ। ছাত্ররা জাতীয় সংগীত গেয়ে ওঠেন বিজেপি অফিসের সামনে। ছবি: শশী ঘোষ ছবি: শশী ঘোষ ছবি: শশী ঘোষ