New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/mukesh-cover.jpg)
মহাদেশের সবচেয়ে ধনী ব্যাক্তির শিরোপা আর থাকছেনা মুকেশ আম্বানির কাছে। মহাদেশের সবচেয়ে ধনীর তকমা পাচ্ছেন আলিবাবা গোষ্ঠীর মালিক জ্যাক মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। গত নভেম্বরেই এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা থেকে ২ নম্বরে চলে গিয়েছিলেন আলিবাবার কর্ণধার। এক নম্বরে উঠে এসেছিলেন রিলায়েন্স কর্তা। তবে দেশের একাধিক অর্থনৈতিক গবেষক বলছেন খুব শিগগির নিজের জায়গা ফিরেও পাবেন মুকেশ। (ছবি-জ্যাক মা)।