দেশজুড়ে ঈদ উদযাপন, দিল্লির জামা মসজিদ জমজমাট, ভিড়ের ছবি দেখুন
সারাদেশে ব্যাপক আড়ম্বরে পালিত হয়েছে ঈদ-উল ফিতর। দিল্লির জামা মসজিদে মুসলিমদের বিশাল ভিড় জমেছে। জামা মসজিদে নামাজ আদায়ের পর লোকজন একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানায়।
দেশজুড়ে ঈদ উদযাপন, দিল্লির জামে মসজিদে মুসল্লিদের ভিড়, দেখুন ছবি
ভারতের অনেক জায়গায় আজ বৃহস্পতিবার অর্থাৎ ১১ এপ্রিল 'ঈদ-উল-ফিতর'-এর উৎসব পালিত হচ্ছে।আজ দিল্লির জামা মসজিদে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে নামাজ পড়েন।ঈদের নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানান। শিশুরাও এই অনুষ্ঠানে খুব খুশি দেখাচ্ছিল।দিল্লির জামা মসজিদ থেকে খুব সুন্দর ছবি উঠে এসেছে। ঈদ উপলক্ষে বড়দের পাশাপাশি ছোট শিশুদেরও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গেছে।ঈদুল ফিতর উপলক্ষে জামা মসজিদে নামাজ পড়তে আসা লোকজনকে নিরাপত্তা দিতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।জামা মসজিদ ছাড়াও দিল্লি-সহ অন্যান্য রাজ্যের অনেক মসজিদে লোকেরা ঈদের নামাজ পড়েন এবং একে অপরকে শুভেচ্ছা জানান।এই বিশেষ উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ দেশের অনেক শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।আপনাদের জানিয়ে রাখি, রমজান মাস শেষ হওয়ার পর শাওয়াল মাসের প্রথম তারিখে পালিত হয় ঈদের উৎসব। এ উপলক্ষে বিপুল সংখ্যক মুসলিম মসজিদে পৌঁছে ঈদের নামাজ আদায় করেন। (ছবির সূত্র: পিটিআই) (আরও পড়ুন: 'হীরামন্ডি'-র নবাবদের ফার্স্ট লুক প্রকাশ, এই সিরিজ দিয়ে কি এই অভিনেতাদের ভাগ্য উজ্জ্বল হবে? )