New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/kolkata-partha-paul_lead.jpg)
কলকাতায় অকালে দেওয়ালি। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস
কলকাতায় অকালে দেওয়ালি। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস মুম্বইয়ের বহুতল। ছবি: গণেশ শীর্ষেকর, ইন্ডিয়ান এক্সপ্রেস আহমেদাবাদ। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই। ছবি: জাভেদ রাজা, ইন্ডয়ান এক্সপ্রেস কলকাতার কাছেই, বারাসাত। ছবি: শশী ঘোষ, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা দিল্লির কাছে ইন্দিরাপুরম। ছবি: প্রেমনাথ পাণ্ডে, ইন্ডিয়ান এক্সপ্রেস মহারাষ্ট্রের কোলহাপুর স্টেশনে মোমবাতি জ্বাললেন আরপিএফ কর্মীরা। ছবি: নির্মল হরিন্দ্রন, ইন্ডিয়ান এক্সপ্রেস পুণের অভিজাত আবাসন। ছবি: অরুল হরিজন, ইন্ডিয়ান এক্সপ্রেস লুধিয়ানার বহুতল। ছবি: গুরমীত সিং, ইন্ডিয়ান এক্সপ্রেস পুণের রাস্তায় বাতি নিয়ে জনসমাবেশ। ছবি: পবন খেংরে, ইন্ডিয়ান এক্সপ্রেস চণ্ডীগড়ে চাইনিজ ফানুস ওড়ানো। ছবি: কমলেশ্বর সিং, ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লির এক আবাসনে উৎসাহী আবাসিকদের প্রস্তুতি। ছবি: প্রবীণ খান্না, ইন্ডিয়ান এক্সপ্রেস লখনৌয়ের আবাসন। ছবি: বিশাল শ্রীবাস্তব জম্মু-কাশ্মীরের পুঁচ জেলায় নিয়ন্ত্রণরেখার ধারে মোমবাতি হাতে সেনাবাহিনীর জওয়ানরা। ছবি: অরুণ শর্মা, ইন্ডিয়ান এক্সপ্রেস