New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Bihar-Train-Accident.jpg)
উত্তর পূর্ব ট্রেন দুর্ঘটনা: বুধবার রাত আনুমানিক 9.30 নাগাদ উত্তর পূর্ব এক্সপ্রেস বিহারের বক্সার রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, দ্রুত চলমান ট্রেনের আচমকা ব্রেক করায় বহু বগি লাইনচ্যুত হয়েছে।