সুদান বর্তমানে গৃহযুদ্ধ দ্বারা বিধ্বস্ত, সুদানী সামরিক এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ সুদানে জীবনকে সম্পূর্ণভাবে ব্যাহত করেছে। (ছবি সৌজন্যে- রয়টার্স)এই সংঘাতে পাঁচ শতাধিক সাধারণ নাগরিক মারা গেছেন এবং অনেক দেশের নাগরিক এই সংঘাতের কারণে সুদানে আটকে আছেন। (ছবি সৌজন্যে- রয়টার্স)তিন হাজারেরও বেশি ভারতীয় নাগরিক সুদানে আটকা পড়েছে এবং তাদের উদ্ধার ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারতের বিদেশ মন্ত্রক 'অপারেশন কাবেরি' শুরু করেছে।সুদানে যখন গৃহযুদ্ধ চলছে, তখন ভারতীয় নাগরিকদের সুদানের বন্দরে (পোর্ট সুদান) পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ।ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা, আইএনএস তেগ সুদান বন্দরে মোতায়েন করেছে, আরও যুদ্ধজাহাজ মিশনে প্রবেশের সম্ভাবনা রয়েছে।এসব যুদ্ধজাহাজের মাধ্যমে ভারতীয় নাগরিকদের এখন সৌদি আরবের জেড্ডা বন্দরে আনা হচ্ছে।জেড্ডা বন্দরে পৌঁছানোর পর ভারতীয় নাগরিকদের সেখানকার বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।ভারতীয় বিমান বাহিনী জেদ্দা বিমানবন্দরে C-130 বিশেষ মিশন বিমান মোতায়েন করেছে।ভারতীয় বিমান বাহিনীর এসব বিমানের মাধ্যমে ভারতীয় নাগরিকদের দেশে আনা হচ্ছে। (সকল ছবির সৌজন্যে - ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, ড. এস. জয়শঙ্কর, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়)