New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/republic-day-feature.jpg)
দেশের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে কুচকাওয়াজও প্রদর্শন করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।
রাজধানী নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে সাজিয়ে তোলা হচ্ছে ইন্ডিয়া গেট। এবছর ৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। নয়াদিল্লিতে কুয়াশাচ্ছন্ন সকালে প্রজাতন্ত্র দিবসের মহড়া। এ বছর কুচকাওয়াজে অংশগ্রহণ করবে হেলিকপ্টার অ্যাপাচে এবং চপার চিনুক। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে বায়ুসেনার রাফালে বিমান, তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ)। ১৯৪৯ এর ২৬ নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। কার্যকর হয় আরও মাস দুয়েক পর, অর্থাৎ ২৬ জানুয়ারি, ১৯৫০। বর্তমানে যথাযোগ্য মর্যাদায় দিল্লির রাজপথে পালন করা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ভারতের গণতন্ত্রে উল্লেখযোগ্য দিন এই প্রজাতন্ত্র দিবস। দেশের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে কুচকাওয়াজও প্রদর্শন করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে কুচকাওয়াজে অংশগ্রহণ করবে সিআরপিএফ-এর মহিলা বাইক চালকদের দল। বিশেষ স্টান্টও প্রদর্শন করবেন তাঁরা। গত বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন ভাবনা কস্তুরী। সর্বপ্রথম মহিলা অফিসার ছিলেন তিনিই। দেশের সামরিক শক্তি, বৈচিত্র্যের মাঝে ঐক্য ও সাংস্কৃতিক মেলবন্ধন তুলে ধরা হয় এই প্যারেডে। এবার ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে নয়, ২৬ জানুয়ারি দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই নিহত জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন মোদী। থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন সেনাবাহিনীর প্রধানেরা।