New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/js-page_48f51b.jpg)
নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত বই ছিল যে বখতিয়ার খিলজি যখন আগুন ধরিয়ে দিয়েছিলেন, তখন তা প্রায় তিন মাস ধরে জ্বলতে থাকে। এই সেই খিলজি যাঁকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক আচার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। কিন্তু তার পরেও তিনি আগুন ধরিয়ে দেন।