Advertisment

ঠিক যেন ঝিনুক! পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সমন্বিত টার্মিনাল ভবন (NITB) উদ্বোধন করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
port blair airport, airport, port blair, andaman and nicobar islands, veer savarkar international airport, island, air traffic, aviation, port blair photos, travel andaman, andaman photos

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সমন্বিত টার্মিনাল ভবন (NITB) উদ্বোধন করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং উপস্থিত ছিলেন। উদ্বোধনের অংশ হিসাবে, বিমানবন্দর প্রাঙ্গণে ভিডি সাভারকারের একটি মূর্তি উন্মোচন করা হয়, তারপরে উপস্থিত মন্ত্রীরা স্থাপনাটির অন্বেষণ করেন। NITB-এর অনন্য নকশা, একটি শেল সদৃশ, সুরেলাভাবে দ্বীপগুলির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে যায়, একটি আকর্ষণীয় স্থাপত্য উপাদান তৈরি করে। চলুন দেখে নেওয়া যাক টার্মিনাল বিল্ডিংয়ের কিছু অত্যাশ্চর্য ছবি:

Andaman Sea PM Narendra Modi
Advertisment