শনিবার সকালে শ্রীনগর বরফের ঘন চাদরে ঢাকল। জম্মু ও কাশ্মীর এই প্রথম মৌসুমের প্রথম তুষারপাত হল।
কাশ্মীরের গুলমার্গ ও পহলগামে শূন্য তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জম্মুতে মাঝারি বৃষ্টিপাত এবং কাশ্মীরে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।
রবিবার থেকে শুক্রবার ২০ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কার্গিল জেলার একাধিক অঞ্চলে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
তুষারপাতের কারণে জম্মু-কাশ্মীরের জাতীয় সড়ক বন্ধ ছিল। শনিবার সকালে হাইওয়ের জওহর টানেল ৯ ইঞ্চি তুষার জমেছিল এবং বৃষ্টিপাতের কারণে প্রবল ভূমিধস রাস্তায় বেশ কয়েকটি পয়েন্ট অবরুদ্ধ করেছে।
কাশ্মীরের জম্মু ও দোদা জেলার গুরুমুল গ্রামে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮০ টি পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছে।