-
শনিবার সকালে শ্রীনগর বরফের ঘন চাদরে ঢাকল। জম্মু ও কাশ্মীর এই প্রথম মৌসুমের প্রথম তুষারপাত হল।
-
কাশ্মীরের গুলমার্গ ও পহলগামে শূন্য তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জম্মুতে মাঝারি বৃষ্টিপাত এবং কাশ্মীরে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।
-
রবিবার থেকে শুক্রবার ২০ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
-
কার্গিল জেলার একাধিক অঞ্চলে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
-
তুষারপাতের কারণে জম্মু-কাশ্মীরের জাতীয় সড়ক বন্ধ ছিল। শনিবার সকালে হাইওয়ের জওহর টানেল ৯ ইঞ্চি তুষার জমেছিল এবং বৃষ্টিপাতের কারণে প্রবল ভূমিধস রাস্তায় বেশ কয়েকটি পয়েন্ট অবরুদ্ধ করেছে।
-
কাশ্মীরের জম্মু ও দোদা জেলার গুরুমুল গ্রামে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮০ টি পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছে।
