তিনতারা হোটেলে হানা দিয়ে 'হাই প্রোফাইল' মধুচক্রের খোঁজ পেল পুলিশ। দেহব্যবসায় যুক্ত ছিলেন এক নাবালিকা-সহ তিন অভিনেত্রী।
এই মধুচক্র থেকে উদ্ধার করা হয় মোট তিন শিল্পীকে। গ্রেফতার করা হয়েছে বছর উনত্রিশের প্রিয়া শর্মাকে। উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। তিন জনকেই জোর করে দেহব্যবসায় শামিল করা হয়েছিল বলে জানা যাচ্ছে।
প্রিয়া শর্মা পেশাগতভাবে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং সে অনৈতিক কাজ করেছে বলে জানিয়েছেন পুলিশের সোশাল সার্ভিস শাখার পদস্থ আধিকারিক সন্দেশ রাভালে।
বৃহস্পতিবার পূর্ব আন্ধেরির হোটেলটিতে হঠাৎ হানা দেয় পুলিশ। নাবালিকা-সহ এই তিন অভিনেত্রী কোথায় অভিনয় করেছেন সে কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানাচ্ছে, দেহব্যবসায় শামিল তিন মহিলার মধ্যে দু'জন অভিনেত্রী। এঁদের একজন 'সাবধান ইন্ডিয়া' নামের টেলিভিশন ক্রাইম শো'তে অভিনয় করেছেন।
অন্যজন, মারাঠি সিনেমা এবং সিরিয়ালের পরিচিত মুখ।
যে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে সেও একটি ওয়েব সিরিজে অভিনয় করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে প্রিয়া শর্মা কান্দিভালি পূর্বে একটি ভ্রমণসংস্থা চালাত।
আপাতত, প্রিয়া শর্মার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে। সব অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন