Advertisment

উত্তরকাশী টানেল দুর্ঘটনা: আটকে পড়া শ্রমিকদের বাঁচানোর চেষ্টা চলছে, দেখুন উদ্ধারের ছবি

১২ নভেম্বর সিল্কিয়ারা থেকে বারকোট পর্যন্ত নির্মাণাধীন টানেলে ধসে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Silkyara Tunnel

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে, ভারত সরকার (জিওআই) চলমান উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। আটকা পড়েছেন ৪১ জন শ্রমিক।

টানেলের দুই কিমি অংশ, আটকে পড়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্পূর্ণ কংক্রিট কাজ সহ, উদ্ধার প্রচেষ্টার কেন্দ্রবিন্দু। টানেলের এই অংশে পানি ও বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে। একটি ডেডিকেটেড 4 ইঞ্চি কম্প্রেসার পাইপলাইনের মাধ্যমে খাবার ও ওষুধসহ অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বিভিন্ন সরকারি সংস্থাকে একত্রিত করা হয়েছে। শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করার জন্য প্রতিটি সংস্থাকে সুস্পষ্ট কাজ দেওয়া হয়েছে। আটকে পড়াদের মনোবল বাড়ানোর জন্য সরকার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

12ই নভেম্বর সিল্কিয়ারা থেকে বারকোট পর্যন্ত নির্মাণাধীন টানেলে ধসে পড়ে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলির দ্রুত সম্পদ সংগ্রহের ফলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

এখানে কিছু ফটো আছে. একবার দেখুন:

Uttarkashi Tunnel Collapse Uttarakhand
Advertisment