-
সোমবার তিয়াত্তরে পা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে আজ নিজের জন্মদিন পালন করবেন না রাজীব-জায়া। একটি বিশেষ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
-
তবে এ মুহুর্তে দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় নারী নিরাপত্তার করুণ পরিস্থিতি উপলব্ধি করে যাবতীয় উদযাপনে ইতি টেনেছেন সোনিয়া। এদিনই প্রধানমন্ত্রী মোদী সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রেক্ষিতে কংগ্রেস সভানেত্রীর এমন সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-
সোনিয়ার জন্ম ইটালিতে। ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ভারতে চলে আসেন শ্রীমতি গান্ধী। গান্ধী পরিবারে বিয়ে হলেও রাজনীতি থেকে দীর্ঘকাল শতহস্ত দূরেই ছিলেন রাহুল-জননী। কিন্তু রাজীব গান্ধীকে হত্যার পর কংগ্রেসকে ধরে রাখতে দলের নেতাদের অনুরোধেই রাজনীতিতে পদার্পণ করেন সোনিয়া গান্ধী।
-
তবে 'বিদেশিনী' তকমার জন্য বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে সোনিয়াকে। ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সোনিয়া। পাশে সঞ্জয় গান্ধী, স্বামী রাজীব গান্ধী এবং পুত্র-কন্যা রাহুল ও প্রিয়াঙ্কা।
-
২০১৩ সালে ফোর্বস তালিকায় দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী নারীদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন সোনিয়া। ছবিতে রাজীব গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধী।
-
২০১৭ সালে কংগ্রেস সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ান সোনিয়া গান্ধী। তবে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসে সবচেয়ে বেশিদিন যাবৎ সভানেত্রী পদে বহাল থেকেছেন তিনি।
-
একসময় দেশের প্রধানমন্ত্রী পদের দাবিদারও ছিলেন সোনিয়া। যদিও সেইসময় এনসিপির শরদ পাওয়ার-সহ দলের অভ্যন্তরের একাধিক নেতারা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন।
