আগামীকাল ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটগ্রহণ।
অপেক্ষার প্রহর গোণার পালা শেষ। হাতে আর মাত্র একদিন। আগামীকাল ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটগ্রহণ। ভোট যুদ্ধে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। দু’জনের মধ্যে হতে চলেছে কঠিন প্রতিযোগিতা। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে এমন কিছু তথ্য জানাতে চলেছি যেটা হয়ত অনেকেই জানেন না । আমেরিকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বেশ নিয়ম আছে। যার মধ্যে নাগরিকত্ব সংক্রান্ত একটি নিয়মও রয়েছে। অন্য দেশের কোনো ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না নিয়ম রয়েছে এমনটা। এমন পরিস্থিতিতে অন্য কোনো দেশের কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তাহলে কমলা হ্যারিস কীভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন?
কমলা কীভাবে নির্বাচনে লড়ছেন?
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রথম ও প্রধান শর্ত হল প্রার্থীকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ ভারত থেকে কেউ আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না। শুধুমাত্র একজন জন্মগতভাবে মার্কিন নাগরিক আমেরিকার প্রেসিডেন্ট মনোনীত হতে পারেন। এমন পরিস্থিতিতে যদি প্রেসিডেন্ট পর প্রার্থী কমলা হ্যারিসের কথা বলি, যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত,তবে তিনি ভারতে জন্মগ্রহণ করেননি। তার মানে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। এ কারণেই তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো সমস্যা নেই।
মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আরও কিছু শর্ত
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও কিছু নিয়ম আছে, সেগুলোও জানা জরুরি। আমেরিকায়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যুনতম বয়স ৩৫। এছাড়াও, আপনাকে অবশ্যই কমপক্ষে ১৪ বছরের জন্য আমেরিকার বাসিন্দা হতে হবে। যদিও ভারতে এটি হয় না, ভারতে এমনকি বিদেশে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন।
ভারতীয়রা আমেরিকার সিংহাসনে কাকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান?
ভারতীয়রা কাকে আমেরিকার প্রেসিডেন্টছিসাবে দেখতে চান? এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ভারত সহ গোটা বিশ্বের নজর এখন সেদিকেই। ভারতীয়রা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কাকে দেখতে চান? আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভারতেও তুমুল চর্চা চলছে। সামনে এসেছে এমন কিছু ছবি, যা হয়ত এর আগে কখনও সামনে আসেনি।রাজধানী দিল্লির দিলশাদ গার্ডেনের এমনই এক ছবি ধরা পড়েছে যেখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। ছবি থেকে স্পষ্ট ভারতীয়রা আবারও ডোনাল্ড ট্রাম্পকেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান। ডোনাল্ড ট্রাম্পের ছবি সামনে রেখে নির্বাচনে তাঁর জয়ের জন্য চলছে বিশেষ পুজোর আয়োজন।
ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব কারও কাছেই অজানা নয়।
আসলে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব কারও কাছেই অজানা নয়। ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছিল। প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 'বন্ধুত্ব' অনেক অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে। এই কারণেই ভারতীয়রাও ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ যজ্ঞের আয়োজন
ডোনাল্ড ট্রাম্পের জন্য ভারতে যজ্ঞ এই প্রথম নয়। এর আগেও এক সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে ডোনাল্ড ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়।