শিক্ষিত দেশের তালিকায় ১০ নম্বর নরওয়ে (৫৬ শতাংশ)
তালিকায় ৯ নম্বরে দ্য নেদারল্যান্ডস (৫৬ শতাংশ)
সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় ৮ নম্বরে ব্রিটেন। (৫৭ শতাংশ)
তালিকায় সাত নম্বরে পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া (৫৮ শতাংশ)
তালিকায় ৬ নম্বরে রয়েছে লুক্সেমবর্গ, যার আয়তন দিল্লির সমান (৬০ শতাংশ)
পাঁচে রয়েছে ভারতের পরম বন্ধু দেশ রাশিয়া (৬২ শতাংশ)
চার নম্বরে রয়েছে আয়ারল্যান্ড (৬৩ শতাংশ)
তিনে রয়েছে জাপান (৬৫ শতাংশ)
তালিকায় দুই নম্বরে রয়েছে কানাডা (৬৭ শতাংশ)। যদিও এই দেশে বহু প্রবাসী ভারতীয় বাস করেন।
বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশের তালিকা শ্রেষ্ঠ স্থান দক্ষিণ কোরিয়ার (৬৯ শতাংশ)
এই ক্ষেত্রে, ভারত ২০% নিয়ে ৪৩তম অবস্থানে রয়েছে। এই প্রতিবেদনটি ২০২২ সালের জন্য, যা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) বরাত দিয়ে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস প্রকাশ করেছে।
বিশ্বের সবচেয়ে শিক্ষিত ৪৬টি দেশের তালিকায় পাকিস্তানের নাম নেই।