/indian-express-bangla/media/media_files/2025/10/11/dddd-2025-10-11-16-24-06.jpg)
সাগর কিনারে হার্দিক-মাহিকা
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hh-2025-10-11-16-25-08.jpg)
নতুন প্রেমের বসন্ত
প্রেমের হাওয়া লেগেছে ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার জীবনে। নাতাশার সঙ্গে বিবাহবাচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন। চর্চার মাঝে প্রকাশ্যে চর্চিত প্রেমিকা মাহিকার সঙ্গে লাভিডাভি মুহূর্তে ধরা দিলেন হার্দিক। ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করে সম্পর্কে সিলমোহর ক্রিকেট তারকার।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hhh11-2025-10-11-16-25-08.jpg)
মাহিকার সঙ্গে ছুটির মডে
হার্দিক তাঁর নতুন প্রেমিকা মডেল মাহিকা শর্মার সঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সরা,সরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ পোস্টেই রয়েছে খবরের সত্যতা। এর আগেও তাঁদের সোশ্যাল মিডিয়ার কিছু পুরনো পোস্ট থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। এই মুহূর্তে দু’জনেই সেই প্রেমচর্চায় ইতি টানতে প্রস্তুত সে কথা বলাইবাহুল্য।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hhww-2025-10-11-16-25-08.jpg)
সাগর কিনারে
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে একসঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক ও মাহিকা। মহিকার কাঁধে হার্দিকের হাতের আলতো ছোঁয়া। দ্বিতীয় ছবিতে দুজনেই সাজগোজ করে নাইট আউটের প্রস্তুত। হার্দিক পরেছিলেন ঢিলেঢালা একটি শার্ট ও জিনস, আর মহিকার পরনে ছিল কালো রঙের পোশাকে।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/awdqweqwe-2025-10-11-16-26-10.jpg)
জন্মদিন সেলিব্রেশন
উল্লেখ্য, হার্দিকের জন্মদিনে মাহিকা নিজেও প্রেমিকের একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করেছেন যেখানে ক্রিকেট তারকার মুখে গোলাপি রঙের বো টাই ইমোজি। দোসর কেক ও মোমবাতির ইমোজিও। আরও একটি ছবি পোস্ট করেছেন যেখানে বাথটবে ছড়ানো গোলাপের পাপড়ি।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/lklklk-2025-10-11-16-26-36.jpg)
হার্দিকের প্রেমচর্চা
এর আগে হার্দিকের সঙ্গে অভিনেত্রী ঈশা গুপ্তার নামও জড়িয়েছিল। যদিও এক সাক্ষাৎকারে ঈশা স্পষ্ট করেছিলেন যে তাঁরা ডেট করছিলেন না। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় ঈশা বলেছিলেন, 'আমরা কয়েক মাস কথা বলেছিলাম কিন্তু সেটা ডেটিং নয়। সম্পর্ক নিয়ে কখনই সিরিয়াস কিছু ভাবার আগেই সব শেষ। আমরা মাত্র দু-একবার দেখা করেছি।'
/indian-express-bangla/media/media_files/2025/10/11/cats-2025-10-11-16-31-18.jpg)
কে এই মাহিকা?
হার্দিকের প্রেমিকা মহিকা একজন প্রতিষ্ঠিত মডেল। ইকনমিকস ও ফিনান্সে ডিগ্রি অর্জনের পর মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে বেশ কিছু সম্মানজনক পুরস্কার। সেই তালিকায় রয়েছে IFA Model of the Year ও Elle Model of the Season।