/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-14-58-10.jpg)
মায়ের বোধনের সঙ্গেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা
/indian-express-bangla/media/media_files/2025/09/28/khcdkja-2025-09-28-14-59-07.jpg)
বিয়ের সানাই
শারদীয়ার মাঝেই বাজল বিয়ের সানাই। সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন হলিউড গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সুখবর দিলেন তারকা দম্পতি।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/sdvdf-2025-09-28-14-59-08.jpg)
নবদম্পতির উষ্ণ আলিঙ্গন
দম্পতির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে লনের উপর দাঁড়িয়ে পরস্পরকে চুম্বন ও উষ্ণ আলিঙ্গন করছেন। জীবনের নতুন অধ্যায়ের সূচনায় শুভেচ্ছায় ভাসছেন সেলেব দম্পতি।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/sfvsdf-2025-09-28-14-59-08.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/28/sdfsdf-2025-09-28-14-59-08.jpg)
প্রিয়তমার উদ্দেশ্যে...
রিলের পর রিয়েল লাইফের পার্টনার। সেলেনার পোস্টে ব্ল্যাঙ্কো লিখেছেন, 'আমার বাস্তব জীবনের স্ত্রী।' ২০১৯ সালে দুজন একসঙ্গে কাজ করেছিলেন 'আই ক্যান্ট গেট এনাফ'। এবার এক ছাদের নীচে এই জনপ্রিয় জুটি।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/sgdf-2025-09-28-14-59-08.jpg)
বিয়ের সাজ
৩৩ বছর বয়সী গোমেজের পরনে ছিল সাদা হাল্টার-স্টাইলের ব্রাইডাল পোশাক আর ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কো পরেছিলেন টাক্সেডো ও বো-টাই। দুজনের পোশাকই বিশেষভাবে ডিজাইন করেছিলেন রালফ লরেন। বিয়ের প্রস্তুতির ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/dgdf-2025-09-28-14-59-08.jpg)
শুভেচ্ছাবার্তা
ওয়েব সিরিজ 'ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং'-এর অফিসিয়াল অ্যাকাউন্টে শুভেচ্ছাবার্তায় লেখা, 'আমাদের মেবেল এখন বিবাহিত।' আর তাঁর কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, 'তোমাদের জন্য ভীষণ খুশি।' ক্যামিলা কাবেলো, অ্যামি শুমারসহ অনেক তারকাই মবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/fgvdf-2025-09-28-14-59-07.jpg)
প্রেমের সূত্রপাত
প্রায় এক দশক আগে গোমেজ ও ব্ল্যাঙ্কোর পরিচয়। গত বছর তাঁরা বাগদান সেরে ফেলেন। এর আগে ২০১৯ সালে একসঙ্গে কাজ করেছিলেন 'আই ক্যান্ট গেট এনাফ' গানটিতে। যেখানে জে বালভিন ও তাইনিও অংশ নিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/sdfsd-2025-09-28-14-59-07.jpg)
ব্ল্যাঙ্কো-সেলিনার হিট গানের সম্ভার
ব্ল্যাঙ্কোর ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট গানের প্রযোজনা। সেই তালিকায় রয়েছে কেটি পেরির 'টিনেজ ড্রিম', ব্রিটনি স্পিয়ার্সের 'সার্কাস' এবং মারুন ৫-এর 'মুভস লাইক জ্যাগার।' অন্যদিকে গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে “কাম ডাউন,” “গুড ফর ইউ,” 'সেম ওল্ড লাভ' ও 'কাম অ্যান্ড গেট ইট।'
/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-15-05-44.jpg)
শিশুশিল্পী হিসেবে জার্নি শুরু
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন গোমেজ। প্রথমে অভিনয় করেছিলেন বার্নি অ্যান্ড ফ্রেন্ডস সিরিজে পরে ডিজনি চ্যানেলের উইজার্ডস অব ওয়েভারলি প্লেস-এ হিসেবে সাফল্য পান। সাম্প্রতিককালে মার্টিন শর্ট ও স্টিভ মার্টিনের সঙ্গে 'ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং' সিরিজে অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কারের মনোনয়ন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us