Weekly Horoscope 23 Feb 2020 to 29 Feb , 2020: কেমন কাটতে চলেছে সারা সপ্তাহ জেনে নিন রাশিফল পড়ে
Rashifal in Bengali, Today’s Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে সারা সপ্তাহ?
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে।শরীরের ব্যাপারে চাপের জন্য কাজের স্থানে ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে আর্থিক ব্যপারে কোনও অশান্তি বাড়তে পারে। প্রিয়জনের কাছে আঘাত মনোকষ্ট বাড়াতে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
ব্যবসার দিকে ফল ভাল হবে না। তবে শেষের দিকে একটু সুবিধার হবার যোগ। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে। সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলছে। পুলিশের কাজের দিকে উন্নতি। চাকরির জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে। ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে ইচ্ছা করবে। আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
রক্তচাপ বাড়তে পারে। নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে। রাস্তায় ঘাটে কোনও দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান। কারও বিরোধিতা করবেন না। গহনা ব্যবসায়ীদের জন্য শুভ সময়। ব্যবসার দিকে নতুন কিছু হতে চলেছে।সপ্তাহের প্রথম দিকে কোনও দুরের বন্ধুর খবর আসতে পারে। বাড়িতে কোনও আত্মীয়ের শত্রুতার জন্য স্বামীস্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তি। বাড়তি কথা বিবাদ বাড়াতে পারে।আর্থিক ব্যাপারে চাপের কারণে সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার। পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে। সন্তানের কোনও আবদার পূরণে খরচ বৃদ্ধি। সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন, পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। আপনাকে এই সপ্তাহে সন্দেহজনক অবস্থায় কাটাতে হতে পারে। আর্থিক দিক ভালই দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
সপরিবারে বায়ু পথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।সপ্তাহের প্রথমে কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। শরীরের জন্য খরচ বৃদ্ধি হবার যোগ। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা, সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে।
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
অভিনয় নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভাল সময়। ব্যবসার দিকে ভাল কাজের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে বাড়িতে চিন্তা বাড়তে পারে, দাঁতের সমস্যা বৃদ্ধি। সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে সন্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
টনসিলের সমস্যায় ভোগান্তি।কাজের জন্য বিদেশে যাবার সুযোগ আসতে পারে।সপ্তাহের প্রথম ভাগে চাকরির দিকে কোনও চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা। অতিরিক্ত কোনও কথা বাড়িতে বিবাদ আনতে পারে, সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মনোকষ্ট। পিতামাতার সঙ্গে কোনও তীর্থ ভ্রমণের আলোচনা। সপ্তাহের শেষের দিকে কারও সমালোচনায় না যাওয়াই ভাল, কলহ বাধতে পারে। শত্রুর প্রস্তাবে সাড়া দিতে পারেন, উপকার পাবেন। অর্থনৈতিক দিক ভাল মন্দ মিশিয়ে কাটবে।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে পেটের কোনও কষ্ট বাড়তে পারে।সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ আসতে পারে। প্রেম প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে, লটারি বা ফাটকায় প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেবার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনাতে সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
কাজের দিকে খুব ভাল সময়। বাড়িতে কোনও আতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য মনের আনন্দ। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ এ সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা।
Web Title: Horoscope ajker rashifal weekly 23 feb 2020 to 29 feb 2020 aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces