আজ ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানানোর দিন। ২০২৫ বেশ কিছু রাশির জীবনে বড়সড় বদল আনতে চলেছে। পাশাপাশি জানুন নতুন বছরে অভাব-অনটন ঘুচবে কোন কোন রাশির জাতক-জাতিকাদের?
আগামীকাল যে কেবল মাত্র নতুন বছর তা নয় অনেক গ্রহ এবং নক্ষত্রের গতিবিধিতেও পরিবর্তন আসতে চলেছে
আগামীকাল যে কেবল মাত্র নতুন বছর তা নয় অনেক গ্রহ এবং নক্ষত্রের গতিবিধিতেও পরিবর্তন আসতে চলেছে। চার রাশির জাতকরা লটারিতে জিততে পারেন কোটি কোটি টাকা। আসন্ন নতুন বছর অনেকের জীবন বদলে দেবে। কারণ ২০২৫ সালে অনেক বড় রাশির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হতে চলেছে। নতুন বছরে শনি এবং রাহু-কেতুর মতো গ্রহগুলিও তাদের গতিপথ পরিবর্তন করবে, যার সরাসরি প্রভাব পড়বে ৪ রাশির উপর।
কন্যা রাশির বার্ষিক রাশিফল
বছরের শুরুটা খুব শুভ হবে। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। সঙ্গীর সঙ্গে সর্বদা মনের মিল থাকবে। লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ।
তুলা রাশির বার্ষিক রাশিফল
নতুন বছর তুলা রাশির জাতকদের জীবনেও আশাতীত সাফল্য বয়ে আনবে। কর্ম থেকে ব্যবসা সবেতেই আসবে বিরাট সাফল্য।
মকর রাশির বার্ষিক রাশিফল
এই রাশির জাতক-জাতিকারা ২০২৫ সালে অতীতের চলা কোন সমস্যা থেকে মুক্তি পাবেন। জীবন উপভোগ করার এটাই সেরা সময়। অর্থপ্রাপ্তি থেকে কর্ম সবেতেই বছরটি আপনার পক্ষে বিশেষ শুভ।
বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল
০২৫ সালের মার্চ মাসের পর থেকে আপনার শুভ সময়। এই বছর থেকে আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পেতে শুরু করবেন। আর্থিক ভাবে বিশেষ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা।