/indian-express-bangla/media/media_files/2025/10/10/yash-2025-10-10-15-54-27.jpg)
আদুরে শুভেচ্ছা
/indian-express-bangla/media/media_files/2025/10/10/nus-3-2025-10-10-15-55-16.jpg)
যশের জন্মদিন
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ফের উৎসবের আমেজ দাশগুপ্ত পরিবারে। ১০ অক্টোবর অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। সেলিব্রিটিদের জীবনের এই বিশেষ দিনটি উৎসবের থেকে কম কী! ধারাবাহিকতা বজায় রেখে সোশ্যাল মিডিয়ায় প্রিয়তমর জন্মদিনে বিশেষ পোস্ট শেয়ার করেছেন নুসরত। তবে এই বছর একটু অন্য কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন যশ ঘরনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/nus-4-2025-10-10-15-55-16.jpg)
জীবনযুদ্ধের গল্প
যশের জন্মদিনে জীবনযুদ্ধের গল্পের মাধ্যমে শুভেচ্ছা জানালেন নুসরত। সম্পর্কের প্রথমদিন থেকে শুরু হওয়া লড়াই, উত্থান-পতনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়েও আজ পরস্পরের সঙ্গে রয়েছেন যশরত। মনের মানুষের জন্মদিনে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিজস্ব স্টাইলে অভিনন্দন জানালেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/nus-5-2025-10-10-15-55-16.jpg)
রাঙা হাসি রাশি রাশি
যশের জন্মদিনে সম্পর্কের সমীকরণ নিয়েই সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানালেন নুসরত। তিনি লিখেছেন, 'যতক্ষণ না হাসতে হাসতে পেট ব্যথা হয় ততক্ষণ আমরা হাসতে থাকি। একে অপরকে আঘাত করি। আমরা চরম বিশৃঙ্খল!!'
/indian-express-bangla/media/media_files/2025/10/10/nus-6-2025-10-10-15-55-16.jpg)
নুসরতের শুভেচ্ছা
'আমার প্রিয় মাথাব্যথা, তোমার জীবনের এই বিশেষ দিনে আমি প্রার্থনা করি তোমার জীবনের সব স্বপ্ন সফল হোক। শান্তিতে থাকো। শুভ জন্মদিন। আশা করি তুমি আকাশের তারা স্পর্শ করো, আরও অনেক দূর পৌঁছাও।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/nus-7-2025-10-10-15-55-16.jpg)
বিতর্ককে দূরে রেখে
যশ-নুসরতের সংসারে নাকি ভাঙন, এমন গুঞ্জনে সরব হয়েছিল টিনসেল টাউন। সেই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে জমাষ্টীতে সাবেক সাজে ছবি পোস্ট করেছিলেন নুসরত। এবার যশের জন্মদিনে বিচ্ছেদ গুঞ্জনকে পুরো ধূলিসাৎ করে দিলেন অভিনেত্রী।