/indian-express-bangla/media/media_files/2025/10/23/cats-2025-10-23-15-56-34.jpg)
ভার্চুয়াল ভাইফোঁটা
/indian-express-bangla/media/media_files/2025/10/23/568505703_18536249056016850_3706872586442041615_n-2025-10-23-15-56-57.jpg)
দূরে থেকেও কাছে...
সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, ভাইফোঁটার দিন ভাই কাছে না থাকলেই মন হয়ে যায় ভারাক্রান্ত। অভিনেত্রী রিধিমা ঘোষের মনটাও আজ ঠিক সেই কারণেই খারাপ। তবে অত্যাধুনিক প্রযুক্তির সৌজন্যে দূরে থেকেও ভাইয়ের কাছে থাকার অনুভূতি দেয়। দূরে থেকেও কী ভাবে ভাইকে ফোঁটা দিলেন অভিনেত্রী রিধিমা?
/indian-express-bangla/media/media_files/2025/10/23/569256195_18536249074016850_1486747507259176015_n-2025-10-23-15-56-57.jpg)
ভিডিওকলে ভাইফোঁটা
সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার সেই বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন রিধিমা। ভিডিও কলের মাধ্যমে ভাতৃদ্বিতীয়া সারলেন গৌরব ঘরনি। পাশে রয়েছে তাঁদের ছেলে ধীর। সেই আবেগঘন মুহূর্ত শেয়ার করে কী লিখলেন অভিনেত্রী?
/indian-express-bangla/media/media_files/2025/10/23/569931457_18536249083016850_6911906318164008461_n-2025-10-23-15-56-57.jpg)
আবেগপ্রবণ রিধিমা
সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার সেই আবেগঘন মুহূর্ত শেয়ার করে রিধিমা লিখেছেন, 'মুখদর্শন করে আরও একটা ভাইফোঁটা কেটে গেল। স্ক্রিনের মাধ্যমে সেই রীতি, সেই ভালবাসা দিয়েই ভাইফোঁটা পালন করলাম। শুভ ভাইফোঁটা ওম! খুব মিস করেছি।'
/indian-express-bangla/media/media_files/2025/10/23/481747239_18488399146016850_7382355358169843485_n-2025-10-23-15-58-32.jpg)
ভার্চুয়াল ফোঁটায় মেনু কী?
থালায় সাজানো চন্দনের বাটি, ধান, দুব্বা, প্রদীপ আর দুটো নামী ব্র্যান্ডের চকোলেট। স্ক্রিনের মধ্যেই কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ করলেন রিধিমা।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/483913103_18492643486016850_1659670741465448807_n-2025-10-23-15-58-32.jpg)
শুভেচ্ছাবার্তা
রিধিমার ভার্চুয়াল ভাইফোঁটার ছবি দেখে কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছাবার্তা। ডিজিটাল ভাইফোঁটাকে সাধুবাদ জানিয়েছেন নেটনাগরিকরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us