/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-21-33-06.jpg)
শেফালি ছাড়া প্রথম বিবাহবার্ষিকী!
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-15-31-36.jpg)
বিবাহবার্ষিকী স্মৃতিতে ডুব
১২ অগাস্ট শেফালি জারিওয়ালা ও পরাগ ত্যাগীর বিবাহবার্ষিকী। কিন্তু, ২৭ জুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান কাঁটা লাগা গার্ল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল টিনটেলটাউন থেকে ভক্তমহলে। দেখতে দেখতে ১২ অগাস্ট অ্যানিভার্সরির দিনটাও চলে এল! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করলেন পরাগ ত্যাগী।
/indian-express-bangla/media/media_files/2025/07/07/cats-2025-07-07-18-08-23.jpg)
আদুরে শুভেচ্ছা
বিবাহবার্ষিকীর পোস্টে পরাগ শেফালির সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে বিয়ের দিনের স্মৃতিচারণ করেছেন। তারকা স্বামী প্রয়াত স্ত্রীর স্মৃতিতে লিখলেন, 'আমার ভালবাসা, আমার জান, আমার পরী… আজ থেকে ১৫ বছর আগে প্রথমবার তোমাকে দেখেই বুঝেছিলাম, তুমি একমাত্র আমার। আর ১১ বছর আগে যেদিন প্রথম দেখা হয়েছিল ঠিক সেই তারিখেই তুমি আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে।'
/indian-express-bangla/media/media_files/2025/07/27/cats-2025-07-27-10-27-30.jpg)
শেফালিকে ধন্যবাদ
স্ত্রী শেফালি কাছে না থাকলেও, আজকের এই বিশেষ দিনে তাঁকে ধন্যবাদ জানিয়ে বিবাহবার্ষিকীর পোস্টে পরাগ লিখেছেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এসে আমাকে অগাধ, নিঃস্বার্থ ভালবাসা দেওয়ার জন্য। আমি হয়ত তার প্রাপ্য ছিলাম না।
/indian-express-bangla/media/media_files/2025/06/29/kaanta-laga-2025-06-29-12-20-55.jpg)
চিরদিনের সাথী
শারীরিকভাবে শেফালি পরাগের কাছে না থাকলেও তাঁর প্রতি ভালবাসা কোনওদিন মলিন হবে না। বিবাহবার্ষিকীর পোস্টে সেটাই যেন বললেন তারকা স্বামী। মনের কথা শেয়ার করে লেখেন, 'আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত,এমনকি তার পরেও তোমায় ভালবাসব পরী। ১২ আগস্ট ২০১০ থেকে চিরকাল আমরা একসঙ্গে ছিলাম আর থাকব।'
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-11-11-16.jpg)
শেফালির স্মৃতি আগলে...
শেফালির মৃত্যুর পর তাঁর পছন্দের প্রতিটি কাজ আজও করেন পরাগ। কাঁটা লাগা গার্ল ছিলেন প্রকৃতিপ্রেমী। তাই নিজের হাতে বৃক্ষপোরণ করেছেন। পোষ্য সিম্বার সঙ্গে তাঁদের সুখের মুহূর্তের ছবিতে ঘর সাজিয়েছেন পরাগ। রাখি উৎসবের গিন শেফালির ছবির সামনে তাঁর তরফে সিম্বার হাতে রাখিও বেঁধেছেন পরাগ।