/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-husband-2025-06-28-13-32-25.jpg)
স্ত্রীর ইচ্ছেপূরণ
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-11-11-16.jpg)
'পরী' শেফালির ইচ্ছেপূরণ
দিনটা ছিল ২৭ জুন। পরাগ ত্যাগীকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছেন তাঁর জীবনসঙ্গী শেফালি জারিওয়ালা। স্ত্রীর মৃত্যুর পর তাঁর প্রতিটি ইচ্ছে অত্যন্ত যত্নসহকারে আগলে রাখছেন। বৃক্ষরোপন থেকে পোষ্যকে রাখি পরানো, স্বেচ্ছাসেবী সংস্থা খুলে মেয়েদের শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ট্রেনিং দেওয়া সবটাই করেছেন। কোনওটাই বাদ দেননি পরাগ। পালন করলেন গণেশ চতুর্থীও। প্রত্যেকবার মহানন্দে গণপতি বাপ্পাকে ঘরে আনতেন শেফালি-পরাগ। এবার শেফালি না থাকলেও তাঁর ইচ্ছে পূরণ করতে গণেশ বন্দনা করলেন শেফালির তারকা স্বামী পরাগ ত্যাগী।
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-21-33-06.jpg)
পরাগের গণেশ বন্দনা
গণেশ চতুর্থীর দিন প্রত্যেকবারের মতো এবারেও বাড়িতে পুজো করলেন পরাগ। সোশ্যাল মিডিয়ায় গণপতি বাপ্পার গৃহপ্রবেশ থেকে বিসর্জনের প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কয়েকদিন আগেই শেফালির ট্যাটু করিয়েছেন পরাগ। পুজোর সময় ওই অংশের বোতাম খুলে রেখেছিলেন। বুকে আগলে রাখা শেফালি পরাগের ভিতর থেকেই যেন দেখলেন বাড়ির গণেশ পুজো।
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-14-41-49.jpg)
শেফালির উদ্দেশ্যে
গণেশ চতুর্থীর ভিডিও পোস্ট করে পরাগ লিখেছেন, 'পরী সবসময় চাইত বাড়িতে যেন গণেশ চতুর্থী পালন করা হয়। কোনও বছর যেন বাড়িতে গণেশ বন্দনা বাদ না যায়। বাপ্পা সবসময় বাড়িতে আসুক, সকলকে আশীর্বাদ করুক এটাই চাইত। তাই এবছরও আমাদের বাড়িতে বাপ্পা এসে প্রত্যেককে আশীর্বাদ করেছেন। সকলের সঙ্গে বিসর্জন পর্ব সারলাম। তুমি সবসময় হাসি খুশি থেকো, আমার ভালবাসা। পরীর মা পুজোয় অনেক পরিশ্রম করেছেন। পরী তোমাকে আমরা অন্তর থেকে ভালবাসি।'
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-12-29-47.jpg)
শেফালির জন্য...
ভিডিওর কমেন্ট বক্সে আরতি সিং থেকে রাজপাল যাদব সহ অনেকেই ভালবাসা জানিয়েছেন। শেফালি সবসময় পরিবারের সঙ্গে আছে বলে পরাগের মন ভাল রাখার চেষ্টা করেছেন সকলে।
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-16-35-32.jpg)
পরাগের বুকে একফালি শেফালি
বুকে খোদাই করেছেন প্রয়াত স্ত্রী শেফালি জারিওয়ালার মুখ। বিশিষ্ট ট্যাটু আর্টিস্ট তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই ট্যাটু করার মুহূর্তটি শেয়ার করেছেন। যে ছবিটি পরাগের বেডরুমে টাঙানো তারই ট্যাটু বানিয়েছেন। এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা।