/indian-express-bangla/media/media_files/2025/09/12/sadasd-2025-09-12-17-55-57.jpg)
বলুন তো কে?
/indian-express-bangla/media/media_files/2025/09/12/aedwewe-2025-09-12-17-56-45.jpg)
কে এই ছোট্ট সোনা?
গোল গোল চোখ, মাথা ভর্তি মিশমিশে কালো চুল। হালকা গোলাপি ঠোঁট। গোলুমুলু এই ছোট্ট সোনাকে চিনতে পারছেন?
/indian-express-bangla/media/media_files/2025/09/12/asdwdw-2025-09-12-17-56-46.jpg)
বার্থডে বয়
দেখতে দেখতে ৫-এ পা ছোট্ট সোনার। ১২ সেপ্টেম্বর টলিউডের এই ফেমাস স্টার কিডের জন্মদিন। মাতৃগর্ভ থেকেই লাইমলাইটে। একটু ভাল করে খেয়াল করে দেখুন তো বর্তমানে কোন তারকা সন্তানের সঙ্গে মিল পাচ্ছেন?
/indian-express-bangla/media/media_files/2025/09/12/ewr2eer3e-2025-09-12-17-56-47.jpg)
রাজশ্রীর রাজপুত্র
এই ছোট্ট সানা নান আদার দ্যান বাংলার নামজাদা পরিচালক রাজ চক্রবর্তী ও টলিপাড়ার ফেমাস অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রাজপুত্র ইউভান। আজ রাজশ্রীর আদরের ইউভানের শুভ জন্মদিন। আদরের বোন ইয়ালিনিও আধো আধো ভাবে দাদাকে জদন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/12/qwdweqewerew-2025-09-12-17-56-47.jpg)
বার্থডে সেলিব্রেশন
জন্মদিনে ছোট্ট সোনার পছন্দ মতোই হয়েছে সমস্ত আয়োজন। অ্যাভেঞ্জার্স থিমেই সেজে উঠেছে জন্মদিনের আসর। সন্ধ্যাবেলা স্কুলের বন্ধুদের নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেছেন টলিউডের পাওয়ার কাপল রাজ-শুভশ্রী। অন্য দিমের মতো আজও সকালে স্কুলে গিয়েছিল ইউভান।
/indian-express-bangla/media/media_files/2025/09/12/qwee23e2-2025-09-12-17-56-47.jpg)
মাতৃত্বের পাঁচ বছর
ইউভানের জন্মদিনে মাতৃত্বের পাঁচ বছর উদযাপনে মেতেছেন লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্তঃসত্ত্বাকালীন সোনোগ্রাফ থেকে ইউভানের ধীরে ধীরে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের কোলাজে ছেলের জন্মদিনে আবেগপ্রবণ শুভশ্রী। শুভেচ্ছা জানিয়ে সেলেব মম লিখেছেন, 'শুভ জন্মদিন। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল। তুমি আমার জীবনের সব।'
/indian-express-bangla/media/media_files/2025/09/12/wdeqweqwe-2025-09-12-17-56-47.jpg)
রাজের ভালবাসা
ইউভানকে আদরে ভরিয়ে ড্যাডি কুল রাজ লিখেছেন, টঅর্ধেক দশক আমার জীবন জুড়ে শুধুই নির্ভেজাল আনন্দ, হাসিতে ভরে উঠেছে। সঙ্গে রয়েছে ওর দুষ্টুমি, ওভাললোডেড কিউটনেস। তুমি সারাজীবন আমার সন্তান হয়ে থেকো। আমাদের পরিবারের মুখ উজ্জ্বল কর। শুভ জন্মদিন আমার 'তুলতুলা'। বোন সবসময় তোমার জন্য আছে। তোমার জন্য অফুরন্ত ভালবাসা।ট