/indian-express-bangla/media/media_files/2025/11/01/aishwarya-rai-bachchan-2025-11-01-16-50-21.jpg)
ঐশ্বর্যর জন্মদিনে দুবাইয়ের বিলাসবহুল বাড়ির অন্দরমহলে দেখলে মাথা ঘুরে যাবে
/indian-express-bangla/media/media_files/2025/11/01/cats-2025-11-01-16-52-35.jpg)
রাই সুন্দরীর জন্মদিন
দেখতে দেখতে ৫২-এ পা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের। ১ নভেম্বর রাই সুন্দরীর জন্মদিন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর থেকে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব জারি। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে বড় পর্দায় খুব একটা দেখা না মিললেও চর্চায় থাকেন অভিনেত্রী। জন্মদিনে একবার দেখে নেওয়া যাক তাঁর দুবাইয়ের রাজকীয় ভিলার অন্দরমহলের সাজসজ্জা।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/3e23e3-2025-11-01-16-52-51.jpg)
রাজপ্রাসাদ তুল্য দুবাইয়ের ভিলা
দুবাইয়ে রয়েছে অভিষেক- ঐশ্বর্য রাই বচ্চনের একটি অপরূপ সুন্দর ভিলা। যা কোনও রাজপ্রাসাদের থেকে কম নয়। তারকাদের সম্পত্তির পরিমান জানতে বরাবরই আগ্রহী থাকে ভক্তরা। কী নেই এই ভিলার ভিতরে! গল্ফ কোর্স থেকে পুল ডেক এবং আরও অনেক কিছু। যা দেখলে চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। পাওয়ার কাপল অভিষেক-ঐশ্বর্যর অন্দরমহলের ছবি দেখতে উৎসুক সাধারণ মানুষ।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/kjhkjhh-2025-11-01-16-52-51.jpg)
১৬ কোটির ভিলার অন্দরমহল
জুমেইরাহ গল্ফ এস্টেটসের স্যাংচুয়ারি ফলস এলাকায় অবস্থিত বচ্চন দম্পতির দুবাইয়ের এই বাড়িটি। ৯৭টি রিসর্ট-স্টাইল ভিলার মধ্যে এটি অন্যতম। 'আর্থ কোর্স'-এর পাশেই অবস্থিত এই ভিলা থেকে দেখা যায় ১৮-হোল চ্যাম্পিয়নশিপ গল্ফ কোর্স যেখানে অনুষ্ঠিত হয় ডিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপ। প্রায় ১৬ কোটি টাকার এই রাজকীয় ভিলাটি একেবারে প্রাসাদের মতো দেখতে। ইটের তৈরি ড্রাইভওয়ে দিয়ে প্রবেশ করলেই দেখা মেলে দু'পাশে সারি সারি দুবাইয়ের বিখ্যাত তাল গাছের। বাড়ির মাঝখানে রয়েছে একটি ব্যক্তিগত সুইমিং পুল যা বিলাসবহুল স্থাপত্যের নিদর্শন। দুই তলার এই বাড়িতে রয়েছে বিদেশি ঘরানার বারান্দা, কাচের জানলা আর মনোরম ফোয়ারা। যা মুম্বই শহরের কোলাহল থেকে একান্তযাপনের জন্য পারফেক্ট ঠিকানা।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/qweqe32-2025-11-01-16-52-51.jpg)
অন্দরের সাজসজ্জা
উপরের ফ্লোরগুলিতে যাওয়ার জন্য বাড়ির মাঝখানে রয়েছে একটি লিফট। রয়েছে ক্লাসিক মিনিমালিস্ট লিভিং রুম। আলাদা একটি বিলিয়ার্ডস রুম রয়েছে যার সঙ্গে রয়েছে নিজস্ব প্যান্ট্রি এরিয়া। পার্টির আয়োজন বা একটু আরাম করে সময় কাটানোর জন্য এর চেয়ে ভাল জায়গা বোধহয় আর হয় না।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/cats-2025-11-01-16-55-29.jpg)
আকর্ষণীয় ইন্টিরিওর
কোটি কোটি টাকার বাড়ির ইন্টেরিওর যে চমকপ্রদ হবে সেটাই তো স্বাভাবিক। অভিষেক-ঐশ্বর্যর দুবাইয়ের বাড়িতে রয়েছে উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি মর্ডান রান্নাঘর, বিশেষ ধরনের হোম থিয়েটার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us