/indian-express-bangla/media/media_files/2025/10/25/cats-2025-10-25-15-22-28.jpg)
অন্দরমহল
/indian-express-bangla/media/media_files/2025/10/25/ss-2025-10-25-15-24-01.jpg)
জাহির-সোনাক্ষীর নতুন ঠিকানা
নতুন বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে তারকা দম্পতি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগেই স্বপ্নের বাড়িতে বিনিয়োগ করেছিলেন দুজনে। সোনাক্ষী সেই সময়ইউটিউব ভ্লগে নির্মিয়মান বাড়ির কিছু ঝলকও শেয়ার করেছিলেন। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে সেলেব দম্পতির। খুব স্বাভাবিকভাবেই এটি জাহির-সোনাক্ষীর জন্য একটি আবেগপ্রবণ মুহূর্ত।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/sferf-2025-10-25-15-24-01.jpg)
ঠিক যেন বাড়ির মতো
বৃহস্পতিবার, সোনাক্ষী ভক্তদের সঙ্গে বাড়ির ঝলক শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'Feels like home' যার বাংলা তর্জমা করলে হয় বাড়ির মতো অনুভূতি হচ্ছে। ইন্টেরিয়রগুলি যেন দুইজনের ব্যক্তিত্বের নিখুঁত সমন্বয়ের প্রতিফলন। সাদা ও বেইজ কম্বিনেশনের সঙ্গে রয়েছে বোল্ড রঙের ছোঁয়াও। বাড়ির প্রতিটি ডিজাইনে রয়েছে দম্পতির ভিন্ন কিন্তু সামঞ্জস্যপূর্ণ রুচির প্রতিফলন।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/dgdge-2025-10-25-15-24-01.jpg)
বাড়ির বিশেষ আকর্ষণ
বিশেষ আকর্ষণ হল লিভিং রুমের মাঝে রাখা একটি বাইক যা জাহিরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই ছবি শেয়ার করেন সোনাক্ষী। দম্পতি তাদের বাড়িকে নিজেদের মনের মতো করে সাজিয়েছেন। দেওয়াল জুড়ে রয়েছে সুন্দর মুহূর্তের ছবি। এছাড়াও আর কী রয়েছে দেখুন সেই ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/ss-7-2025-10-25-15-29-39.jpg)
দম্পতির যৌথ বিবৃতি
বাড়ি সম্পর্কে কথা বলতে গিয়ে দম্পতি জানান, 'আমরা আমাদের বাড়ি বিয়ের অনেক আগে কিনেছিলাম। এটি আমাদের প্রথম বিনিয়োগের মধ্যে অন্যতম। ২০২৪ সালের আমাদের বিয়ের প্রায় দশ দিন আগে পুজো করেছি এবং এই বাড়িটি তৈরি করতে প্রায় নয় মাস সময় লেগেছে।' উল্লেখ্য, বিয়ের কয়েকটি ছবি এই বাড়ির বারান্দাতেই তোলা হয়েছিল। যেখানে সমুদ্র এবং হাইওয়ের অসাধারণ দৃশ্যও লেন্সবন্দি হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/ss-6-2025-10-25-15-29-15.jpg)
অন্তঃসত্ত্বা গুঞ্জনে ছাই
বেশ কিছুদিন ধরেই সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বার গুঢবে সরগরম টিনসেলটাউন। গুঞ্জন উসকে স্ত্রীর পেটে জাহির হাত রাখতেই প্রেগন্যান্সি চর্চা আরও জোড়াল। এর মাঝেই ইনস্টা হ্যান্ডেলে দাবাং গার্ল মজার ছলে লিখেছেন, 'মানব ইতিহাসে তো এটা রেকর্ড যে দীর্ঘ ১৬ মাস কেউ অন্তঃসত্ত্বা। আর এটা সম্ভব হয়েছে অতি বুদ্ধি সম্পন্ন সাংবাদিকবন্ধুদের জন্যই। পেটে হাত দিয়ে ইয়ার্কি করার জন্য এমন গুঞ্জন! সব ছবিগুলো দেখতে দেখতে শেষ পর্যন্ত পৌঁছে যান। তাহলেই আসল বিষয়টা বুঝবেন। এবার দিওয়ালিটা উপভোগ করুন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us