/indian-express-bangla/media/media_files/2025/09/20/navratri-dress-7-2025-09-20-15-56-39.jpg)
কবে মা হচ্ছেন ক্যাটরিনা?
/indian-express-bangla/media/media_files/2025/09/18/qwdqweqw-2025-09-18-16-56-59.jpg)
ক্যাটরিনার প্রেগন্যান্সি গুঞ্জন
বিয়ের পর বহুবার ক্যাটরিনা কইফের অন্তঃসত্ত্বা গুঞ্জন হয়ে উঠেছে পেজ ৩-এর হট কেক। যদিও প্রতিবারই মন ভেঙেছে ক্যাট ভক্তদের। কিন্তু, লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভিকি ঘরনি ক্যাটরিনা কইফ নাকি তিনমাসের অন্তঃসত্ত্বা। কবে ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান?
/indian-express-bangla/media/media_files/2025/09/18/qdqwewq-2025-09-18-16-56-59.jpg)
ক্যাটের ডিউ ডেট
এখনও পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই গুঞ্জনে সিলমোহর দেননি। তবে বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, তিনমাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। ১৫ অক্টোবরের আগেই দুই থেকে তিন হতে পারেন বলিউডের এই পাওয়ার কাপল।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/dfwe-2025-09-18-16-56-59.jpg)
বিরাট-অনুষ্কার পথেই?
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তামের জন্মের আগে ঘুণাক্ষরেও কাউকে কিছু টের পেতে দেননি। সন্তান জন্মের পর সুখবর দিয়েছেন বীরুষ্কা। ভি-ক্যাটের ভক্তরা মনে করছেন এই তারকা দম্পতিও তাঁদের এই মুহূর্তটি গোপন রাখতে চাইছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-16-56-59.jpg)
উঁকি মারছে বেবি বাম্প?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি বিজ্ঞাপনের শুটের সময় ক্যাট সুন্দরীর বেবি বাম্প নাকি একদম স্পষ্ট! এই ছবি থেকেই অনুমান, শীঘ্রই ভিকি-ক্যাটরিনার জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/adwed-2025-09-18-16-56-59.jpg)
দীপিকাকে অনুসরণ?
এনডিটিভি সূত্রে খবর, সন্তানের জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেবেন। নিজের হাতে ছোট্ট সোনার যাবতীয় দায়িত্ব পালন করার বাসনা ভিকি ঘরনির।