/indian-express-bangla/media/media_files/2025/08/17/qweqwe-2025-08-17-16-42-25.jpg)
পুজো পুজো গন্ধ নিয়ে...
/indian-express-bangla/media/media_files/UD35de57XKSOPMEKVMAO.jpg)
চ্যানেলের দেবী দুর্গা
রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের মহালয়া থেকে টেলিভিশনের পর্দায় তারকাদের দেবী দুর্গারূপে মহালায়ার উপস্থাপন দেখার জন্য অপেক্ষা থাকেন বাঙালি। প্রত্যেকবারের মতো এবারেও প্রতিটি চ্যানেলে অনুষ্ঠিত হবে মহালয়া। কোন চ্যানেলে দেবী দুর্গা রূপে অসুর নিধন করবেন কারা?
/indian-express-bangla/media/media_files/2025/08/17/sun-2025-08-17-16-44-44.jpg)
মহিষাসুরমর্দিনী রূপে পায়েলের প্রত্যাবর্তন
অকাল বোধনের গল্প দেখা যাবে সান বাংলায়। তাই অনুষ্ঠানের নাম 'অকাল বোধন'। বহু বছর পর মহিষাসুরমর্দিনী রূপে ফিরছেন অভিনেত্রী পায়েল দে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সান বাংলা পরিবারের সদস্যরাই। 'অকাল বোধন' মহালয়ার দিন ভোর বেলায় সান বাংলায় সম্প্রচারিত হবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-16-45-37.jpg)
দুর্গা রূপে ইধিকা
খাদান-এ দেবের 'কিশোরী' থেকে টেলিভিশনের পর্দার দেবী দুর্গা। অসুর নিধন করবেন অভিনেত্রী ইধিকা পাল। যখন দিকে দিকে লাঞ্ছিত হয় নারী, তখন মাতৃশক্তির আবির্ভাব হয় তার সংহারকারিণী রূপে। মহালয়ার ভোরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে 'জাগো মা জাগো দুর্গা'।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/wdqwdqw-2025-08-17-16-45-59.jpg)
দুর্গতিনাশিনী কোয়েল
টেলিভিশনের পর্দায় দুর্গা রূপে কোয়েল বারবার দর্শকের মন জয় করেন। এবারও মহালয়ার ভোরে দুর্গতিনাশিনী রূপে ধরিত্রীর বুকে ঘটবে মায়ের আগমন। মহালয়ার পুণ্যলগ্নে স্টার জলসার পর্দায় দেখা যাবে 'মাতৃরূপেণ সংস্থিতা'। অন্য চরিত্রে দেখা যাবে এই চ্যানেলের অন্য মেগার চরিত্রদের।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/asdad-2025-08-17-16-46-29.jpg)
মাতৃরূপেন 'যমুনা ঢাকী' শ্বেতা
যে বিদ্রোহ কেবল যুদ্ধক্ষেত্রে নয় অন্তরের অন্ধকারেও...!! মা আসছেন সেই সব অন্ধকার দূর করতে। আর দেবী দুর্গা রূপে দেখা যাবে টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। এই শারদীয়ায় Telly Durga Productions-এ আসছে 'জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী'।