কলকাতার দুর্গাপুজোয় অষ্টধাতুর মাতৃপ্রতিমা। তাক লাগাতে তৈরি বেনিয়াটোলা সর্বজনীন। এক্সপ্রেস ফটো- পার্থ পালপ্রায় এক টন ওজনের এই প্রতিমা। যা এত ভারী যে মণ্ডপে আনতে ক্রেন ব্যবহার করতে হয়। এক্সপ্রেস ফটো- পার্থ পালশোভাবাজারের এই বারোয়ারি পুজোর সেরা আকর্ষণ এই অষ্টধাতুর প্রতিমা। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। এক্সপ্রেস ফটো- পার্থ পালশুধু এবারের পুজোর জন্য নয়, উদ্যোক্তারা জানিয়েছেন, এবার থেকে নিত্যপুজো হবে এই প্রতিমার। এক্সপ্রেস ফটো- পার্থ পালশিল্পী মন্টু পাল এই প্রতিমা তৈরি করেছেন। তিনি জানিয়েছেন, উদ্যোক্তারা নিত্যপুজো করবেন বলেই এই অষ্টধাতুর প্রতিমা গড়িয়েছেন। এক্সপ্রেস ফটো- পার্থ পালশঙ্খধ্বনি, উলু দিয়ে মাতৃপ্রতিমাকে বরণ করেন পুজো কমিটির মহিলা সদস্যরা। কচিকাঁচারা রীতিমতো দুর্গা সেজে মায়ের বরণ করেন। এক্সপ্রেস ফটো- পার্থ পাল