New Update
লণ্ঠনের আলো জানান দিত উপস্থিতি, ১৭৭ বছর পুরনো খিদিরপুরের নাবিকদের চার্চ
১৭৭ বছরের পুরনো এই চার্চকে বলা হয় নাবিকদের চার্চ। কিনারার সন্ধান করতে আসা জলযান দূর থেকেই দেখতে পেত এই গির্জার চূড়া। রকেট আকৃতির গির্জার চূড়ায় ঘণ্টার জায়গায় লন্ঠনের আলোয় জানান দিত গির্জার উপস্থিতি। এভাবেই নাবিকদের ডাক দিত এই অ্যাংলিকান চার্চ।
Advertisment