-
বিরাটাকার চেহারা তার। ধোঁয়ার মতো কী যেন একটা ছাড়তে ছাড়তে এগিয়ে চলেছে সামনের দিকে। বিকট আওয়াজ তার।
-
বাইরে বেরিয়ে এসে সবাই অবাক দৃষ্টে তাকিয়ে তার দিকে। বিরাট মুখ গহ্বর রয়েছে তার। হা মুখ দিয়ে বের হচ্ছে জলীয় পদার্থ। বারান্দায় দাঁড়িয়ে এক শহরবাসী বলে উঠলেন, "ওমা কলকাতার রাস্তায় এটা কী ? "
-
এর পোশাকী নাম মিস্ট ক্যান। কলকাতা পুরসভা এটিকে নিয়ে এসেছে, স্যামিটাইজার স্প্রে করে করোনা মুক্ত করতে।
-
বৃহস্পতিবার কলকাতার রাসবিহারি এলাকায় হঠাত্্ই আবির্ভাব ঘটে এই বহৃহদকার কামানের।
-
দেখে শুনে কী ভাবছেন? করোনা মারতে কামান দাগা! তবে জেনে রাখুন শহরের বিভিন্ন রাস্তায় এবার দেখা মিলবে এই মিস্ট ক্যাননের।
