Advertisment

দীর্ঘ ২৫ বছর পর পাতাল প্রবেশ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর নয়া স্টেশন চালু

যদিও এদিন আধ ঘণ্টা অন্তর চলা মেট্রোতে যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম। আগামী দিনে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
ইস্ট-ওয়েস্ট মেট্রো, East-West metro, কলকাতা মেট্রো, Kolkata Metro, মেট্রো ষ্টেশন, Metro station, কলকাতা, Kolkata, পশ্চিমবঙ্গ, West Bengal, ফুলবাগান মেট্রো, Phoolbagan metro, সল্টলেক সেক্টর ৫, Salt lake sector 5, সল্টলেক, Salt lake, করোনা, corona, কোভিড-১৯, Covid-19 , কলকাতা মেট্রো ২০২০, Kolkata metro 2020

সপ্তাহের প্রথম কাজের দিন গতকাল অর্থাৎ সোমবার থেকে চালু হয়ে গেছে ফুলবাগান পর্যন্ত মেট্রো। গোটা কলকাতায় এটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হতে চলেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রথম পাতাল স্টেশন এটি। মাটির ওপর থেকে পাতাল প্রবেশ হবে এই মেট্রো স্টেশনেই। আনলক পর্যায়ে সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় মেট্রো রেল চালু করা হলেও চালু হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রো ফুলবাগান মেট্রো স্টেশন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

kolkata east-west metro
Advertisment