সপ্তাহের প্রথম কাজের দিন গতকাল অর্থাৎ সোমবার থেকে চালু হয়ে গেছে ফুলবাগান পর্যন্ত মেট্রো। গোটা কলকাতায় এটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হতে চলেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রথম মাটির তলায় স্টেশন এটি। মাটির উপর থেকে পাতাল প্রবেশ হবে এই মেট্রো স্টেশনেই। আনলক পর্যায়ে সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় মেট্রো রেল চালু করা হলেও চালু হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রো ফুলবাগান মেট্রো স্টেশন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
অবশেষে সব অবশেষে সব বিধিনিষেধ মেনে গতকাল এই মেট্রো স্টেশন চালু হয়। কমিশনার অফ রেলওয়ে সেফটি অনুমতি ছিল ১৬ সেপ্টেম্বরের মধ্যে চালু করে দেওয়া হোক মেট্রো। যদিও কর্মী ম্যানেজমেন্ট করার জন্যে সময় নেওয়া হয়। অবশেষে গত বৃহস্পতিবার ফের পরিদর্শন করা হয় ফুলবাগান মেট্রো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষবিধি নিষেধ মেনে গতকাল এই মেট্রো স্টেশন চালু হয়। কমিশনার অফ রেলওয়ে সেফটি অনুমতি ছিল ১৬ সেপ্টেম্বর মধ্যে চালু করে দেওয়া হোক মেট্রো। যদিও কর্মী ম্যানেজমেন্ট করার জন্যে সময় নেওয়া হয়। অবশেষে গত বৃহস্পতিবার ফের পরিদর্শন করা হয় ফুলবাগান মেট্রো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল মাধ্যমে সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের ৫.৫৪ কিলোরমিটার দূরত্বের ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে সর্বোচ্চ ভাড়া ছিল ১০ টাকা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
এ বার সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত আরও ১.৬৬৫ কিলোমিটার ছুটবে মেট্রো। সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। ফুলবাগানের পর মেট্রো সুড়ঙ্গপথে শিয়ালদহ, এসপ্ল্যানেড ছুঁয়ে হুগলি নদীর তলা দিয়ে যাবে হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দানে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
প্রায় ২৫ বছর পরে শহরের পাতাল মানচিত্রে নতুন স্টেশন যুক্ত হচ্ছে। এর জন্যে গত এক সপ্তাহ ধরে সম্প্রসারিত পথে পরিষেবা খুলে দেওয়ার জন্য রাতে নিয়মিত মহড়া হয়েছে। অবশেষে সোমবার সকাল ৮টা থেকে যাত্রী সাধারণের জন্যে চালু হয় এই মেট্রো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
যদিও এদিন আধ ঘণ্টা অন্তর চলা মেট্রোতে যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম। আগামী দিনে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
ফুলবাগান মেট্রো স্টেশন চালু হয়েছে। যদিও ইস্ট – ওয়েস্ট মেট্রোর শিয়ালদা পর্যন্ত লাইন এখনও চালু হয়নি। লাইন বদলাতে ট্রেনগুলিকে সুড়ঙ্গ দিয়ে যেতে হবে শিয়ালদায়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
তবে শিয়ালদা স্টেশনের কাজ বাকি থাকায় এখনও পরিষেবা চালুর কোনও পরিকল্পনা নেই। নতুন স্টেশন চালু হলে কলকাতায় মেট্রো পথের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩৫ কিলোমিটার। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
সম্প্রতি ফেব্রুয়ারিতে চালু হওয়া এই ইস্ট-ওয়েস্ট মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল হয়ে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছিল এর যাত্রা পথ। তবে সবটাই ছিল মাটির উপর দিয়ে। এই যাত্রাপথে চালু হওয়া ফুলবাগান মেট্রো যা থাকছে মাটির নিচেই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
এই নতুন স্টেশনে থাকছে বেশ কিছু অত্যাধুনিক সুযোগ সুবিধাও। ফুলবাগান মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্রবেশপথ। শৌচালয়, লিফট ছাড়াও থাকছে নানান ধরনের আধুনিক সুযোগ সুবিধাও। ঝাঁ চকচকে এক নতুন মেট্রো স্টেশন পাচ্ছে কলকাতা নগরী। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook