New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/zoo-lead.jpg)
ছবি আলিপুর চিড়িয়াখানা সূত্রে।
আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি। প্রেমের দিনেই জেব্রা পরিবারের ঘর আলো করে এল একরত্তি মেয়ে। ভ্যালেন্টাইন্স ডে’তে জন্ম বলে জেব্রা কন্যার নাম রাখা হল ভ্যালেন্টিনা। জেব্রা পরিবারের পাশাপাশি খুশির হাওয়া লেঙ্গুর পরিবারেও। ২টি বাচ্চার জন্ম হল যে! ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ২টি লেঙ্গুরের জন্ম হয় চিড়িয়াখানায়। এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানায় মোট জেব্রার সংখ্যা ৭। এর মধ্যে ৫টে মেয়ে, ২টি ছেলে। ভ্যালেন্টাইন্স ডে’ জন্ম বলে সদ্যোজাত জেব্রার নাম রাখা হয়েছে ভ্যালেন্টিনা, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এমনটাই জানালেন চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত। গত বছর ভাইজ্যাগ চিড়িয়াখানা থেকে আলিপুরে ২টি লেঙ্গুর আনা হয়েছিল। তাদেরই ২টি বাচ্চা হল। ভ্যালেন্টিনার মায়ের নাম অন্তরা। নতুন তিন অতিথিকে পেয়ে সরগরম আলিপুর চিড়িয়াখানা। এদের দেখতে আপনিও একবার ঢুঁ মারতেই পারেন আলিপুর চিড়িয়াখানায়।