-
দেশ জুড়ে নিষিদ্ধ সিঙ্গল ইউজ বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি সামগ্রীর ব্যবহার। ১লা জুলাই থেকেই যা কার্যকর। কিন্তু, শহরের বাজরগুলিতে একেবারে অন্য ছবি। নিষিদ্ধ প্লাসটিকেই বিক্রি হচ্ছে জিনিস। ছবি- পার্থ পাল
-
কলকাতার উত্তর থেকে দক্ষিণে নিয়ম ভাঙার একই চিত্র। ছবি- পার্থ পাল
-
সিঙ্গল ইউজ প্লাসটিক ধীরে ধীরে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র খণ্ডে ভেঙে গিয়ে পরিবেশের মারাত্মক দূষণ ঘটায় বলে দাবি বিজ্ঞানীদের। যা নিয়ে সচেতনা প্রচারও চলেছে। কিন্তু, তাতেও হুঁশ ফিরছে না। ছবি- পার্থ পাল
-
বিক্রেতাদের মত উদাসীন ক্রেতারাও। ছবি- পার্থ পাল
-
এ দিন অবশ্য প্রশানের তেমন সক্রিয়তা নজরে পড়েনি। ছবি- পার্থ পাল
-
পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে কবে সচেতন হবেন তিলোত্তমার মানুষ? এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। ছবি- পার্থ পাল
