-
নতুন করে ফের বউবাজারের বাড়ি, দোকানে ফাটল। চরম আতঙ্ক এলাকায়। অবিলম্বে ফাটল ধরা বাড়িগুলি ছাড়তে আবেদন পুলিশের। তবুও ভিটে ছেড়ে নড়তে নারাজ বাসিন্দারা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
প্রশাসনের নির্দেশ মিলতেই মাথায় হাত পড়ে গিয়েছে বাসিন্দা থেকে ব্যবসায়ীদের। তড়িঘড়ি বাড়ি ছাড়তে শুরু করেন আম জনতা। প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘরছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
২০১৯-এর আতঙ্ক ফিরল বউবাজারে। বুধবার সন্ধের পর বৃহস্পতিবার সকালে নতুন করে বউবাজারের দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়ি, দোকানে ফাটল দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
পুলিশ ইতিমধ্যেই এই এলাকা থেকে ৮২ জনকে হোটেলে সরিয়েছে। হোটেলেই তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বাড়িতে তালা দিচ্ছেন বাসিন্দারা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
এতদিনের বাড়ি ছেড়ে দিতে হবে ভেবেই কূলকিনারা পাচ্ছেন না বাসিন্দারা। অনেকেরই মাথায় হাত পড়ে গিয়েছে। যদি সত্যি সত্যি বাড়ি ভাঙা পড়ে তাহলে কী ভেবেই অসহায় তাঁরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
শুধু বাড়িই নয়, এদিন সকালে নতুন করে দুর্গাপিতুরি লেনের বেশ কয়েকটি দোকানেও ফাটল দেখা যায় বলে দাবি স্থানীয়দের। বউবাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকালেই ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
দুর্গাপিতুরি লেনের আরও কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। তবে সেই বাড়িগুলিতে এখনও বিপদ মথায় নিয়েই রয়ে গিয়েছেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ, দমকলের কর্মীরা ঘুরছেন। ফাটল ধরা বাড়িগুলি থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে আবেদন করা হচ্ছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
এর আগেও ২০১৯ সালে বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। ২০১৯-এ এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ না করাতেই এখন বিপত্তি তৈরি হয়েছে বলে মনে করেন মেয়র। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
