তৃতীয়া থেকেই মহানগরে বাড়ছে পুজোর আমেজ। শহরের বড় বড় পুজোমণ্ডপ চাক্ষুস দেখতে এখন থেকেই উৎসুক রাজ্যবাসী। আর সেই কথা মাথায় রেখেই মণ্ডপে মণ্ডপে ভিড় দেখার মতো। এদিকে সোমবারই রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপ এবার কন্টেইনমেন্ট জোন বলে গণ্য হবে এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
কোনও মণ্ডপেই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। অতিমারীর আবহে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সব পুজোর জন্য এই নির্দেশ কার্যকর করতে হবে মমতা প্রশাসনকে এমন নির্দেশই দিয়েছে আদালত। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
করোনা আবহে সর্বজনীন দুর্গোৎসব বন্ধ রাখার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার দায়ের হয়েছিল। সেই মামলার রায়ে এদিন জানিয়েছে আদালত। তবে আদালতের নিষেধ কে তোয়াক্কা না করেই সল্টলেকের শ্রীভূমিতে দেখা গেল জনজোয়ার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
সর্বোচ্চ ২৫ জনের মণ্ডপে প্রবেশের অনুমতি থাকবে। তাঁদের নামের তালিকা আগে থেকেই মণ্ডপের গায়ে ঝুলিয়ে দিতে হবে রায়-এ একথা জানান হয় এদিন। কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। দূর থেকে দেখতে হবে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
পুজো মণ্ডপকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণার পাশাপাশি প্রতিটি মণ্ডপের বাইরে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে রাখতে হবে বলেও জানিয়েছে আদালত। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
এদিকে কলকাতায় করোনা আবহের মধ্যে জনজোয়ার সামলাতে তৈরি পুলিশ ও প্রশাসন। হাইকোর্টের এই রায়ে পরিস্থিতিতে কতটা বদল আসে সেটার দেখার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ