-
১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতার পাতাল চিরে পথ চলা শুরু মেট্রোর। সে এক বিস্ময়ের দিন। সেই জন্মদিনেই চির বিদায় জানানো হল নন-এসি রেককে।
-
যাত্রার সূচনা থেকে ২০১২ সাল পর্যন্ত রোজ কয়েক লক্ষ যাত্রীকে নিয়ে সওয়ার। শহরের উত্তর থেকে দক্ষিণ (দমদম থেকে সেই কবি সুভাষ স্টেশন) অনবরত ছুটেছে একের পর এক নন এসি-রেক। দ্রুত ও আরামে গন্তব্যে পৌঁছতে সেই রেকই তখন ভরসা।
-
২০১২ সালে কলকাতা মেট্রোয় এসি রেকের যাত্রা শুরু। দ্রুত ও মসৃণতার সঙ্গে যোগ হল স্বস্তির যাত্রা। এরপর থেকে ক্রমেই কমতে শুরু করল নন-এসি মেট্রো রেকের পরিশ্রম।
-
শেষ যাত্রা উপলক্ষে আজ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোর নন-এসি রেকগুলিকে বিদায় জানানো হয়। বাতিলের খাতায় যাওয়া নন-এসি রেকের মধ্যেই হয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন। বিদায় বেলায় হয় গীতাপাঠও।
-
মেট্রোর নন-এসি কামরার মধ্যেই প্রদর্শীত হয় অতীত কথা। ছিল অতীত,বর্তমান ও ভবিষ্যতের নানা কর্মকাণ্ড এবং ছবির প্রদর্শনীও। মেট্রোর যেসব কর্মী নন-এসি রেককে সচল করতেন তাঁরা স্মৃতিচারণায় ডুব দেন। মুহূর্তে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
-
নন-এসি রেকের শেষ যাত্রা মুঠো ফোনে ছবি তুলে স্মরণীয় করলেন কেউ কেউ। অনেকেই আবার যাত্রা পথে সেল্ফিতে মাতলেন।
-
আপাতত নোয়াপাড়া কারশেডের সাইড লাইনে ঠাঁই পাবে নন-এসি রেক। সেখান থেকেই যেন অবসরপ্রাপ্ত কর্মীর মত বর্তমান প্রজন্মের রেকগুলির কাজ যাচাই করবে।
জন্মদিনেই বাতিল কলকাতা মেট্রোর নন-এসি রেক, বিদায় সংবর্ধনায় ডুব স্মৃতির পাতায়
যাত্রার সূচনা থেকে ২০১২ সাল পর্যন্ত রোজ কয়েক লক্ষ যাত্রীকে নিয়ে সওয়ার।
Web Title: Complete abrogation of kolkata metros non ac compartments