New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-01-cover.jpg)
আজকের কলকাতা পুলিশের উদ্বোধনী রক্তদান শিবিরে নেতাজী ইনডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং, সঙ্গে নগরপাল অনুজ শর্মা এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-15.jpg)
একা করোনায় রক্ষা নেই, তার ওপর গরমকাল শুরু। ফলে রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকটের আশঙ্কা। এমতাবস্থায় বাংলায় রক্তের যোগান স্বাভাবিক রাখতে সোমবার বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে রক্ত সংকট না দেখা দেয়, সে জন্য রাজ্য পুলিশকেই রক্তদানের নির্দেশ দেন পুলিশমন্ত্রী মমতা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-12.jpg)
সেই নির্দেশ মেনেই রক্তের অভাব কিছুটা পূরণের উদ্দেশ্যে আজ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত (রবিবার বাদ দিয়ে) রোজ সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান করবেন কলকাতা পুলিশের সর্বস্তরের কর্মীরা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-14.jpg)
লকডাউনের জেরে অনুষ্ঠিত হতে পারছে না রক্তদান শিবির। রক্তদাতারাও বাধ্যত ঘরবন্দি। ফলে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তের অভাব। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-01.jpg)
আজকের কলকাতা পুলিশের উদ্বোধনী রক্তদান শিবিরে নেতাজী ইনডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং, সঙ্গে নগরপাল অনুজ শর্মা এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-03.jpg)
প্রতিদিন রক্ত দান করবেন অন্তত ৫০ জন পুলিশকর্মী। আজ এক মাসব্যাপী রক্তদান শিবিরের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-02.jpg)
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/PP-01-MAMATA-BLOOD-DONATION-11.jpg)
শিবিরের প্রথম দিনে রক্তদান করলেন কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের পঞ্চাশ জন পুলিশকর্মী। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us