ভারতের ২১ দিনের লকডাউন চলাকালীন এই প্রথম কোনও বিমান উড়ল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। মঙ্গলনবার বিদেশি নাগরিকদের নিজ দেশে নিয়ে যেতে কলকাতা বিমানবন্দর থেকে যাত্রা করেছিল একটি বিশেষ বিমান। বেশিরভাগ পর্যটকরা ইউরোপ থেকেই এসেছিলেন ভারতে।
এয়ার ইন্ডিয়ার বিমান ১১৫ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যায়। আজ সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি যাত্রা শুরু করে।
দেশব্যাপী লকডাউন ঘোষণা হওয়ার পরে ভারতে আটকে পড়া বিদেশী দূতাবাসগুলি নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠানোর উপায় খুঁজেছিল। অবশেষে তাঁদের সহায়তা করতে এগিয়ে আসে কেন্দ্রীয় সরকার।
এদের মধ্যে আছেন মার্টিন কাম্পচেন। যিনি শান্তিনিকেতনে থাকতেন রবীন্দ্রনাথ চর্চা করতে। তিনি জার্মানির বাসিন্দা এবং ফ্লাইটের যাত্রীদের মধ্যে একজন। তিনি বলেন, “আমি জার্মান কনসুলেট, কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং পুলিশ উভয়ের কাছে কৃতজ্ঞ।"
জার্মানি, ফ্রান্স, মার্কিন, যুক্তরাজ্য, কানাডা, ইজরায়েল, রাশিয়া এবং আফগানিস্তান-সহ দেশগুলি তাঁদের নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুমতি চেয়েছে। বিদেশী নাগরিককে বিশেষ বিমানগুলিতে সরিয়ে নেওয়ার কাজ শুরু হল আজ থেকেই।