New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police1-lead.jpg)
বৃহস্পতিবার থেকেই কলকাতায় গাছ কাটা এবং রাস্তা সাফ করার কাজে নেমে পড়ে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police1.jpg)
বৃহস্পতিবার থেকেই কলকাতায় গাছ কাটা এবং রাস্তা সাফ করার কাজে নেমে পড়ে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police2.jpg)
কলকাতা পুরসভা এর আগে জানায়, আমফানের তাণ্ডবে স্রেফ কলকাতা শহরেই পড়ে গিয়েছে প্রায় ৫,০০০ গাছ। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police3.jpg)
শহরের অজস্র এলাকায় এখনও রাস্তায় জমে রয়েছে জল। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police4.jpg)
আমফানে কলকাতায় সীমিত ক্ষয়ক্ষতি হলেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী, গোসাবা, সাগর, কাকদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পরিস্থিতির উন্নতি হলেই বিধ্বস্ত এলাকাগুলিতে যাবেন তিনি। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police5.jpg)
আমফানে ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে শিগগিরই পশ্চিমবঙ্গ এবং ওড়িশা পরিদর্শনে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দুটি দল। আজ শুক্রবার পর্যন্তও কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় ব্যাহত রয়েছে বিদ্যুৎ, সড়ক, মোবাইল, এবং ইন্টারনেট পরিষেবা। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police6.jpg)
কিছু সূত্রের খবর, প্রশাসনের কাছে যথেষ্ট পরিমাণে গাছ কাটার যন্ত্র না থাকার ফলে কিছুটা ব্যাহত হচ্ছে সাফাইয়ের কাজ। তবে অষ্টপ্রহর কাজ করছেন কর্মীরা, একথাও অনস্বীকার্য। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police7.jpg)
কলকাতার বেশ কিছু জায়গায় কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও, যার ছবি টুইটারে শেয়ার করেছেন বাহিনীর প্রধান। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police8.jpg)
এখন পর্যন্ত যা খবর, তাতে কলকাতায় আমফানের তাণ্ডবে মৃত্যু হয়েছে ১৫ জনের। ভেঙে পড়েছে অজস্র ইলেকট্রিকের খুঁটি, শহরময় ছিঁড়ে গিয়েছে অগুনতি তার। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police9.jpg)
গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ কলকাতার বিপুল এলাকা, বিশেষ করে রবীন্দ্র সরোবর সংলগ্ন এলাকাগুলি। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kolkata-police10.jpg)
অনেক জায়গায় এখনও জলমগ্ন কিছু বড় রাস্তাও। ছবি সৌজন্য: কলকাতা পুলিশ 
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us