New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/banner-2.jpg)
সংক্রমণ বাড়ছে সুনামি গতিতে। পাল্লা দিয়ে জারি হয়েছে কোভিডবিধি। চলছে সচেতনতা প্রচার। কিন্তু হুঁশ ফিরথে কই? ছবি: শশী ঘোষ সকালবেলা শহরের বাজারের ছবি, ক্রেতা হোক বা বিক্রেতা, অনেকের মুখেই নেই মাস্ক। শিকেয় দূরত্ববিধি। ছবি: শশী ঘোষ একই ছবি গণপরিবহণের ক্ষেত্রেও। বাসের কনডাক্টর থেকে সওয়ারি- মাস্ক পরতেই যেন যত অনীহা। ছবি: শশী ঘোষ পথচলতি যুবতীও কাণ্ডজ্ঞানহীনভাবে মাস্ক ছাড়াই ফোন কানে চলেছেন। ছবি: শশী ঘোষ বয়স্করা কোমর্বিড হলেই বিপদের শঙ্কা। কিন্তু কে শোনে কার কথা। শহরের পথে অহরহ নিয়মভঙ্গকারীদের খোঁজ। ছবি: শশী ঘোষ কোলে মার্কেটে নিয়ম না মানাই যেন দস্তুর। সোমবার অভইয়ান চালায় পুলিশ। চলে ধরপাকড়। কিন্তু নিয়ম করলেই তো আর হল না। চাই মানুষের সচেতনতা। কিন্তু তাতেই বড় ঘাটতি শহরবাসীর। ছবি: শশী ঘোষ