-
মহাসপ্তমীর সন্ধেয় তিলোত্তমায় জনস্রোত। সময়. বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। উৎসবমুখর হয়ে উঠেছে কলকাতা। প্যান্ডেলমুখী জনতার ভিড় উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণ কলকাতায় একডালিয়া এভারগ্রিন পুজোমণ্ডপ দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
সন্ধের সময় একডালিয়য়ার মণ্ডপের সামনের চিত্র। কোভিড বিধির বালাই নেই। ভিড় বেড়েই চলেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এমনভাবেই কলকাতার একাধিক প্যান্ডেলে ভিড় করছেন দর্শনার্থীরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এদিকে, কোভিড বিধি মানার গেঁরো। দর্শনার্থীদের কোভিড প্রোটোকল মেনে মণ্ডপ দর্শনের জন্য মাইকিং করছে পুলিশ। তাও উদাসীন দর্শনার্থীরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই উৎসবের মরশুমে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন। দুয়ারে করোনার তৃতীয় ঢেউ। এই সময় কোভিড বিধি না মানলে, রাস্তায় গাদাগাদি ভিড় হলে সর্বনাশ হয়ে যাবে, উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাও পুজোর শহরে আকছার দেখা যাচ্ছে এই চিত্র। মুখে মাস্কবিহীন জনতা কোভিড বিধির তোয়াক্কা না করেই ঠাকুর দেখছেন। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
মণ্ডপের সামনে জনসমুদ্র। শুধু মাথা আর মাথা। একডালিয়ায় কোভিড বিধি মানার লেশমাত্র নেই। অথচ পুলিশ-প্রশাসনের তরফে, এমনকী পুজো উদ্যোক্তাদেরও তরফেও সচেতন করা হচ্ছে দর্শনার্থীদের। যাতে শারীরিক দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখেন তাঁরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
উদ্যোক্তাদের তরফে মণ্ডপে ঢোকার মুখে ব্যারিকেড লাগানো হয়েছে। রয়েছে পুলিশি ঘেরাটোপ। তাও ভিড় বাড়ছে মণ্ডপের বাইরে। মাতৃপ্রতিমা দেখার জন্য মণ্ডপের বাইরে ঠাসাঠাসি করে দাঁড়াচ্ছেন দর্শনার্থীরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
